Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী ব্যাংকে ১১৯ ফিল্ড অফিসারের ওরিয়েন্টেশন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডেএর পল্লী উন্নয়ন প্রকল্প ও নগর দরিদ্র উন্নয়ন প্রকল্পে সদ্য যোগদানকৃত ১১৯ জন ফিল্ড অফিসারের ওরিয়েন্টেশন অনুষ্ঠান ২৪ নভেম্বর বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারের মোহাম্মদ ইউনুস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ অ্যাকাডেমি আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবদুস সাদেক ভূঁইয়া ও মো: শামসুজ্জামান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: ইয়ানুর রহমান ও মোহাম্মদ রোকন উদ্দিন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রুরাল ডেভেলপমেন্ট ডিভিশন প্রধান মো: মাহবুব আলমসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প (আরডিএস) গ্রামীণ দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখছে। তিনি বলেন, এ প্রকল্প ২০ হাজার গ্রামের ১০ লাখ পরিবারের স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামোসহ সার্বিক জীবনমানে দৃশ্যমান পরিবর্তন এনেছে। তিনি বলেন, টেকসই উন্নয়ন ও একটি মধ্যম আয়ের দেশে উন্নীত হবার লক্ষ্যে এ প্রকল্পের বিকল্প নেই। আরডিএসকে আরো বেশি জনমানুষের কাছে পৌঁছাতে তিনি সদ্য যোগদানকৃত ফিল্ড অফিসারদের নির্দেশনা দেন। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ