Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জমিয়াতে হিজবুল্লাহ’র সিলেটে ত্রাণসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২২, ১২:০১ এএম

অত্র উপমহাদেশের শ্রেষ্টতম আধ্যাত্মিক কেন্দ্র ছারছীনা দরবার শরীফের পীর আমিরে হিজবুল্লাহ হযরত পীর সাহেব শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.আ.জি.) এর নির্দেশে স্মরণকালের ভয়াবহতম বন্যায় দুর্গতদের মাঝে সিলেট অঞ্চলের বিভিন্ন উপজেলায় প্রায় ৫ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রায় ৫০০ সেচ্ছাসেবীর পরিশ্রমে গতকাল সোমবার সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার ও সিলেটের বিভিন্ন উপজেলার প্রায় ২৫টি কেন্দ্রে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ছারছীনা দরবার কুতুবুল আলম শাহ ছুফী নেছার উদ্দীন আহমদ (রহ.) এর যুগ থেকে এই উপমহাদেশের গন্ডির বাহিরে সুদূর সৌদিআরবেও তাঁদের বিপদের মূহুর্তে ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখে। এক শতাব্দী কালেরও অধিক সময় থেকে এই দরবার দেশ ও জাতির যেকোন দুর্যোগ ও বিপদে সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে। হযরত পীর সাহেব তাঁর সকল ভক্ত, মুরিদান ও হিজবুল্লাহ’র কর্মীদেরকে বন্যার্তদের সেবায় অধিক কার্যক্রম গ্রহণের আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ