Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারাগারে অসুস্থ আলেমদের অবিলম্বে মুক্তি দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২২, ১২:০১ এএম

কারাগারে গুরতর অসুস্থ মাওলানা মামুনুল হক, মাওলানা জুনাইদ আল-হাবিব, মাওলানা মুহাম্মদ আজিজুল হক ইসলামাবাদীসহ কারাবন্দি আলেমগণের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন দেশের প্রবীণ ও শীর্ষ ওলামায়েকেরামগণ। গতকাল সোমবার তারা এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান। তারা বলেন, কারাগারে অপরাধীরা নানা সুযোগ-সুবিধা ভোগ করলেও আলেম-ওলামাদের কোন সুযোগ-সুবিধা দেয়া হয় না।
এমনকি কারা অভ্যন্তরে চলাফেরা করতেও দেয়া হয় না। পরিবার-পরিজনের সাথে যোগাযোগও করতে দেয়া হয় না। যা মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন।
বিবৃতিদাতারা হলেন, শায়খুল হাদিস আল্লামা সুলতান যওক নদভী, শায়খুল হাদীস আল্লামা মুফতি হাফেজ আহমদুল্লাহ, মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, আল্লামা আব্দুল মালেক হালিম, মাওলানা সরওয়ার কামাল আজিজী, মাওলানা ফজলুল্লাহ, মাওলানা আব্দুল জলিল, মাওলানা হাফেজ তাজুল ইসলাম (পীর সাহেব), মাওলানা মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাওলানা মুফতি কুতুব উদ্দিন নানুপুরী, মাওলানা আলী ওসমান, মাওলানা ইউনুস প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ