পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঝালকাঠিতে সুন্দরবন-৬ লঞ্চের মাস্টার কেবিন থেকে অজ্ঞাত পরিচয়ের (৩৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা থেকে ছেড়ে আসা ঝালকাঠি লঞ্চঘাটে নোঙর করা সুন্দরবন-৬ লঞ্চের মাস্টার কেবিন থেকে বৃহস্পতিবার দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও লঞ্চের স্টাফ সূত্র জানিয়েছে, ঢাকা থেকে ঝালকাঠিগামী সুন্দরবন-৬ লঞ্চে সদরঘাট থেকে দুই পুরুষ ও এক শিশুসহ ওই নারী লঞ্চের মাস্টার কেবিন ওঠেন। সকালে ওই নারী কেবিন থেকে না ওঠায় লঞ্চের বয়দের সন্দেহ হয়। পরে লঞ্চের অন্য কর্মকর্তাদের জানালে তারা পুলিশ খবর দেয়। এরপরে পুলিশ ওই নারীর লাশ উদ্ধর করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। লঞ্চের কেবিন বয় লোকমান হোসেন জানান, প্রথমে মনে করেছি ওই নারী ঘুমাচ্ছেন। এজন্য তাকে ডাকাডাকি করি নাই। পরে বেলা ১১ পার হলেও না ওঠায় সন্দেহ হলে পুলিকে খবর দেয়া হয়। লঞ্চের সুকানি হাবিবুর রহমান জানান, ঢাকা সদর ঘাট থেকে লঞ্চ ছাড়ার সময় দুইজন পুরুষ ও এক শিশুসহ ওই নারী লঞ্চে ওঠেন। ঢাকা থেকে ৫ স্থানে এই লঞ্চ ঘাট দেয়া হয়। এর যে কোন স্থানে শিশুসহ অন্য দুইজন নেমে গেছে বলে ধারণা করা হচ্ছে। ঝালকাঠি সদর থানার এসআই হালিম তালুকদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে। এব্যাপারে এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইগতব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।