পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর কামরাঙ্গীরচরে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে জীবন হত্যাকাণ্ডের অন্যতম পলাতক আসামি কিশোর গ্যাং লিডার জনি ওরফে ঘোড়া জনিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। গতকাল চকবাজার মডেল থানাধীন হরনাত ঘোষ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-১০ এর এএসপি এনায়েত কবীর শোয়েব জানান, গত শুক্রবার সন্ধ্যায় মো. জীবন (১৯), মো. রাফি ও মো. বিজয় হোসেনের সঙ্গে জনি ওরফে ঘোড়া জনি, মো. দ্বীন ইসলাম ওরফে বাবু ও হৃদয়সহ কয়েকজনের সঙ্গে মোবাইলফোন হারানোকে কেন্দ্র করে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে ওইদিন রাতে ঘোড়া জনি ও তার সহযোগীরা মিলে কামরাঙ্গীরচর কলেজ রোডে জীবন, রাফি ও বিজয়ের ওপর হামলা করেন। একপর্যায়ে জনি ও তার সহযোগীরা জীবন, রাফির ও বিজয়ের শরীরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে পরদিন শনিবার সকালে জীবন মারা যান। এ ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে জীবন হত্যার মূল পরিল্পনাকারী ও কিশোর গ্যাং লিডার জনিকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত জনি কামরাঙ্গীরচর এলাকায় মধ্য বয়সী ও স্বল্প বয়সী কিশোরদের নিয়ে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছেন। যাদের মাধ্যমে এলাকায় মারামারি, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা ও ভূমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন তিনি। তার বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মাদক, হত্যাচেষ্টা, চুরিসহ মোট ৮টি মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।