পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশালাকায় ভালুক দেখেই তাক করে গুলি ছুড়েছিলেন শিকারি। সেই গুলি লাগামাত্রই মাটিতে লুটিয়ে পড়ে ভালুকটি। নড়াচড়াও বন্ধ হয়ে যায়। ভালুক মরেছে কি না, তা নিশ্চিত হতে উঁচু জায়গা থেকে নেমে আসেন শিকারি। কাছে যেতেই সেই শিকারির উপরই পাল্টা হামলা চালাল ভালুক। আর সেই হামলাতেই মৃত্যু হল শিকারির। পরে মারা যায় ভালুকটিও।
গোটা ঘটনাটি যেন একটি গল্পের মতো। কিন্তু বাস্তবে এমনই শিউরে ওঠা ঘটনা ঘটেছে রাশিয়ার ইরকুটস্ক অঞ্চলের টুলুন জেলায়। রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স-কে উদ্ধৃত করে নিউজউইক-এর প্রতিবেদনে বলা হয়েছে, ৬২ বছরের এক ব্যক্তি ইরকুটস্কে ভালুক শিকারে গিয়েছিলেন। জঙ্গলের মধ্যে একটি উঁচু জায়গায় ডেরা বেঁধেছিলেন তিনি। সাত ফুটের একটি বাদামিরঙা ভালুককে দেখতে পেয়েই গুলি ছোড়েন। সেই গুলিতেই আহত হয়ে নিস্তেজ হয়ে পড়ে ভালুকটি।
শিকারি ভেবেছিলেন ভালুকটি মরে গিয়েছে। কিন্তু তার সেই ধারণা যে ভুল ছিল, কাছে যেতেই টের পেয়েছিলেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছিল। ভালুকটি লাফ মেরে শিকারির উপর ঝাঁপিয়ে পড়ে।
এই ব্যক্তির নিখোঁজ হওয়ার খবর থানায় জমা পড়তেই তদন্তে নামে পুলিশ। এক সূত্র মারফত পুলিশ খবর পায় যে, ইরকুটস্কের জঙ্গলে এক ব্যক্তির আধখাওয়া দেহ পাওয়া গেছে। খবর পেয়েই পুলিশ ওই জঙ্গলে পৌঁছে। তখন তারা দেখে এক ব্যক্তির আধখাওয়া দেহ পড়ে রয়েছে এবং তার ঠিক ৫০ মিটার দূরে পড়ে রয়েছে একটি বিশালাকায় ভালুকের দেহ। সূত্র : নিউজউইক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।