Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যার্তদের সহায়তায় বিজিবি’র টোল ফ্রি নম্বর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২২, ১২:০৭ এএম

সিলেট, নেত্রকোনাসহ বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য দুইটি টোল ফ্রি নাম্বার চালু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ০১৭৬৯৬০০৫৫৫ এবং ০১৬৬৯৬০০৫৫৫ এ নম্বর দুটোতে টোল ফ্রি সুবিধা পাওয়া যাবে। যেকোনো সহায়তার জন্য বিনামূল্যে ফোন করা যাবে। গতকাল বৃহস্পতিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এতথ্য জানান। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা ও উদ্ধার কার্যক্রমে বিজিবি শুরু থেকে কাজ করে আসছে। এ ধরনের কার্যক্রম চলমান থাকবে উল্লেখ করে তিনি বলেন, বন্যাদুর্গতরা যেকোনো সহায়তার জন্য টোল ফ্রি নাম্বার এ যোগাযোগ করে সহায়তা চাইতে পারবেন। এতে করে কোনো টাকা খরচ হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ