Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা নির্যাতন বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব শক্তিকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে-বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ

আগামীকালের কর্মসূচি সফলের আহ্বান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম


মিয়ানমারে সরকারি বাহিনী ও বৌদ্ধ সন্ত্রাসী কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের অমানবিক ও বর্বরোচিত হত্যা ও নির্যাতনের প্রতিবাদ করেছেন বিভিন্ন ইসলামী ও সমমনা সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল পৃথক পৃথক বিবৃতিতে তারা বলেন, রোহিঙ্গা মুসলমানদের উপর ভয়াবহ আক্রমণ চলছে আরাকানে। এ ভয়াবহ পরিস্থিতিতে জাতিসংঘ এবং ওআইসিসহ সকল মানবতা শক্তিকে ঐক্যবদ্ধভাবে সুচি’র সরকারের উপর চাপ প্রয়োগের আহ্বান জানান।
খেলাফত আন্দোলন
বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান, আমীরে শরীয়ত হাফেজ মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর আরাকানে মিয়ানমার সরকার চালিত রোহিঙ্গা মুসলিম গণহত্যা, জুলুম-নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, মিয়ানমার সরকার আরাকানে সাধারণ নিরীহ, নিরস্ত্র অসংখ্য রোহিঙ্গা মুসলমানকে বর্বরোচিত হত্যা ও নির্যাতন করছে। গ্রামের পর গ্রাম, মসজিদ-মাদরাসা, হাজার হাজার মুসলমানের বাড়িঘর জ¦ালিয়ে দেয়া হচ্ছে। অসহায় মুসলিম নারীরা ধষর্ণের শিকার হয়ে সম্ভ্রম হারাচ্ছেন। নারী-শিশু ও বৃদ্ধের আর্তনাদে আকাশ-বাতাস ভারি হয়ে গেছে। অসহায় নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানো ঈমানের ও সময়ের সবচেয়ে বড় দাবি। তিনি জাতিসংঘ এবং ওআইসিসহ বিশে^র সকল মানবাধিকার সংস্থাকে মিয়ানমার সরকারের উপর চাপ সৃষ্টি করার আহ্বান জানান। তিনি বলেন, এ বর্বর গণহত্যার বিরুদ্ধে বিশ^বাসীকে রুখে দাঁড়াতে হবে।     
গতকাল বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের উত্তর গেটে রোহিঙ্গা মুসলমানদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি সভাপতির ভাষণে এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ জাফরুল্লাহ খান, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মুফতি ফখরুল ইসলাম, মাওলানা সানাউল্লাহ, মাওলানা সুলতান মহিউদ্দীন, মাওলানা মোহাম্মাদ হুসাইন, মুফতি আকরাম হুসাইন, মাওলানা সাইফুল ইসলাম ও মাওলানা আবু তাহের প্রমুখ।
খেলাফত মজলিস
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, মিয়ানমারের মুসলমানদের নির্যাতন ও হত্যার একমাত্র কারণ হলোÑ তারা মুসলমান। মুসলমানদের ওপর এ ধরনের আচরণ করা হবে, আর মুসলমানেরা চুপ করে বসে থাকবে তা হবে না। এক মুসলমানের আহাজারী ও আর্তনাদে সাড়া দেয়া প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব। সুতরাং মিয়ানমান সরকারের বিরুদ্ধে সব মুসলমানদের ঐক্যবদ্ধ প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা সময়ের দাবি। তিনি শুক্রবার প্রতিটি মসজিদে মিয়ানমারের মুসলমানদের জন্য বিশেষ দু’আ ও তাদের সাহায্যে এগিয়ে আসতে খতিবদের ভূমিকা রাখার আহ্বান জানান এবং আজ বিকেল ৪টায় বায়তুল মোকাররম উত্তর গেটে মিয়ানমারে মুসলিম নিধন ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করতে ঈমানদার তাওহিদি জনতার প্রতি উদাত্ত আহ্বান জানান।
তিনি গতকাল বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় রাজনৈতিক সেলের বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা আতাউল¬াহ আমীন, অফিস ও প্রচার প্রকাশনা সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, ঢাকা মহানগর সেক্রেটারি মাওলানা এনামুল হক মূসা।
খাদেমুল ইসলাম
মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর সে দেশের বৌদ্ধ, সেনাবাহিনী, পুলিশ এবং সীমান্ত রক্ষীবাহিনীর বর্বর অত্যাচার, বসতভিটায় অগ্নিসংযোগ, ধর্ষণ ও  অমানবিক হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছেন খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর ও গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতি রুহুল আমীন। আজ এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।
বিবৃতিতে মুফতি রুহুল আমীন প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, মিয়ানমারে মুসলমানদের ওপর যে ধরনের জুলুম-আত্যাচার চলছে, তা অসহনীয়। বিশে^র দ্বিতীয় মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে বাংলাদেশেকে বঙ্গবন্ধুর মতো মিয়ানমারের মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সে দেশের বৌদ্ধ, সেনাবাহিনী, পুলিশ এবং সীমান্ত রক্ষীবাহিনীর বর্বর জুলুম, নির্যাতন বন্ধে আন্তর্জাতিক মহল থেকে মিয়ানমারের প্রতি চাপ প্রয়োগের জন্য কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। তিনি মুসলিম দেশের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে বিশে^র নির্যাতিত ও মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
ইসলামী আন্দোলন ঢাকা কদমতলী শাখা
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আলহাজ মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, মিয়ানমারে মুসলমানদের উপর যে অমানবিক নির্যাতন চলছে, তা ইতিহাসের সব পৈশাচিক নারকীয় তা-বকে হার মানিয়েছে। মিয়ানমারের মুসলমানদের পাশে দাঁড়ানো শান্তিকামী সবার নৈতিক ও ঈমানী দায়িত্ব। জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে শুধু নিন্দা জানানো মিয়ানমারের মুসলমানদের প্রতি উপহাস মাত্র। তিনি বাংলাদেশ সরকারকে এ ক্ষেত্রে আরো নমনীয় হয়ে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার দ্রুত সিদ্ধান্ত নেয়ার দাবি জানান।  
গতকাল রাজধানীর জুরাইনস্থ ইছামতি চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী থানা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। থানা সভাপতি আলহাজ মাওলানা ক্বারী মাসউদুর রহমান চাঁদপুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ আজজুল হক আজিজের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর সেক্রেটারি মাওলানা এ বি এম জাকারিয়া, নগর সাংগঠনিক সম্পাদক আলহাজ মাওলানা বাছির উদ্দিন মাহমুদ।
ন্যাশনাল লেবার পার্টি (এনএলপি)
সাবেক পানিসম্পদ ও ধর্মমন্ত্রী বাংলাদেশ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি-বিএলডিপির চেয়ারম্যান নাজিম উদ্দিন আলআজাদ বলেছেন,  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ-মিয়ানমার সিমান্ত খুলে দিয়ে প্রমাণ দিন, আপনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন। ১৯৭১ সালে ভারত যদি তাদের সিমান্তখুলে না দিত, তাহলে আমরা মুক্তিকামী মুসলিমগণ কিভাবে জীবন বাঁচাতাম? তাহলে আমরা আমাদের সাথে করা অন্যের ভালো আচরণ অন্য মানুষের জন্য বরাদ্দ রাখতে পারি না? মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা ইতিহাসের কাছে যা পেয়েছি মিয়ানমারের মুসলিমদের জীবন বাঁচিয়ে আমরাকেন আমাদেরকে ইতিহাসের কাছে উজ্জ্বল করি না? আমরা কেন তাদের ঋণ পূরণ করি না ? তিনি  গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাশনাল লেবার পার্টি-এনএলপি আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ভাসানী ফ্রন্টের চেয়ারম্যান মমতাজ চৌধুরী, ন্যাশনাল লেবার পার্টি- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুল্লাহ জিয়া, বাংলাদেশ ইসলামিক পার্টি-বিআইপির চেয়ারম্যান এম এ রশিদ প্রধান, এনডিপির চেয়ারম্যান আলমগীর মজুমদার, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন-বিজিএর চেয়ারম্যান এ আর এম জাফররুল্লাহ চৌধুরী, ন্যাশনাল কংগ্রেসের চেয়ারম্যান কাজী সাব্বির, জাগো দলের চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী, বাংলাদেশ স্বাধীনতা পার্টির মহাসচিব এ এন এম ফয়েজ হোসেন, প্রগতিশীল ন্যাশনালিস্ট পার্টি পিএনপির মহাসচিব ফিরোজ মোহাম্মাদ লিটন, বাংলাদেশ ন্যায়বিচার পার্টির চেয়ারম্যান লিটন হোসেন প্রমুখ দলীয় নেতা বক্তৃতা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ