Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোদি হিটলারের চেয়েও খারাপ

দিল্লিতে নোট বাতিলবিরোধী ধরনায় মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নোটব্যান ইস্যুতে ফের নিজেদের ঐক্যের ছবি তুলে ধরল বিরোধীরা। গতকাল দিল্লির যন্তর-মন্তরে বিরোধীদের অবস্থানে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী। নোট বাতিলের দাবিতে দেশজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছেন মমতা। মানুষের পাশে দাঁড়াতে রাজনৈতিক বাধ্যবাধকতা ভুলে সব দলের একজোট হওয়ার ডাক দিয়েছেন তিনি। সেই লক্ষ্যেই যন্তর-মন্তরে ধরনা বিক্ষোভের ডাক দেন তৃণমূল নেত্রী।  সূত্রের খবর, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে ফোন এসেছে যে, নরেন্দ্র মোদি মমতা বন্দ্যোপাধ্যায়ে সঙ্গে আলাদা করে কথা বলতে চান।
ধরনা মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেত্রী। দেশবাসীকে এ ভাবে সমস্যায় ফেলার উপযুক্ত শাস্তি আগামী নির্বাচনগুলিতে বিজেপি পাবে বলে দাবি করেন মমতা। তিনি বলেন, যখন দেশের গরিব মানুষের দোকান লুট হচ্ছে, জমি লুট হচ্ছে, জীবনহানি হচ্ছে, তখন প্রধানমন্ত্রী সুইস ব্যাঙ্ক লুট করছেন। নোট বাতিলের সিদ্ধান্তে বেশিরভাগ কারখানায় কাজ থমকে গেছে বলে দাবি করেন মমতা। শ্রমিকরা তাদের মজুরি পাচ্ছে না বলেও অভিযোগ তার। মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে বলে দাবি করেন তিনি। দেশের অর্থনীতি যখন একটা স্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল, সেই সময় সবকিছু গোলমাল করে দিতে কেন্দ্রীয় সরকার ডিমনিটাইজেশনের মতো একটা পদক্ষেপ করল বলে জানান তিনি। মোদির কাজ হিটলারের থেকেও খারাপ বলে অভিযোগ করেন মমতা। এই সরকার ক্ষমতায় থাকার যোগ্যতা হারিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
দুপুর ১২টা নাগাদ যন্তর-মন্তরে পৌঁছেন মমতা। নোট বাতিলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ডাকে প্রতিবাদ মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃবর্গ। এদিন বিরোধীদের ঐক্যের ছবি তুলে ধরতে মমতার মঞ্চে আসেনÑ জেডিইউ নেতা শরদ যাদব, সনাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন, এনসিপি নেতা মাজিদ মেমন। মমতার নেতৃত্বে ধরনা মঞ্চে যোগ দেয় আম আদমি পার্টিও। আগামী ২৮ নভেম্বর ডিমানিটাইজেশনের বিরুদ্ধে দেশজোড়া আক্রোশ দিবস পালন করা হবে বলে যন্তর-মন্তরের মঞ্চে ঘোষণা করা হয়।
ঝাড়খ-ে মৃত ৬ মাওবাদী
ঝাড়খ-ের বেশকিছু জায়গায় কোবরা বাহিনীর অভিযানে মৃত্যু হয়েছে ৬ মাওবাদীর। উদ্ধার করা হয়েছে বেশকিছু অস্ত্রশস্ত্র। এখনও ওই এলাকায় কোনো মাওবাদী লুকিয়ে রয়েছে কি না তার খোঁজে চলছে ব্যাপক তল্লাশি।
গতকাল সকাল ৮টা ৫০ মিনিটে এনকাউন্টার চালায় ২০৯ কোবরা বাহিনী। লাটেহার জেলার করমডির দক্ষিণ-পূর্বে কোয়েল নদীর ধারে কোবরা বাহিনী ও মাওবাদীদের সঙ্গে গুলিবিনিময়ে ৬ মাওবাদীর মৃত্যু হয়েছে বলে খবর। কালো পোশাক পরা ৬টি লাশও উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে একটি ইনসাস, একটি এসএলআর, একটি কার্বাইন ও তিনটি পিস্তল। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। আর কোনো মাওবাদী লুকিয়ে রয়েছে কি না তার খোঁজে চলছে ব্যাপক তল্লাশি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।





 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ