Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সময় মত তথ্য না পাওয়ায় বিপাকে যাত্রীরা

আজ সিলেট থেকে লন্ডন ফ্লাইট চালু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২২, ১২:০৯ এএম

বন্যার কারণে সিলেট থেকে লন্ডনগামী সব ফ্লাইট বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানবন্দরের রানওয়েতে বন্যার পানি চলে আসায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু গতকাল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে প্রস্তুত করা হয়েছে। আজ থেকে বিমান উঠা-নামা করতে পারবে। তবে শুধু মাত্র আন্তর্জাতিক ফ্লাইট উঠা-নামা করবে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ (জিএম-পিআর) তাহেরা খন্দকার।
গতকাল রাত সাড়ে ৮টায় তিনি ইনকিলাবকে বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আজ থেকে শুধু আন্তর্জাতিক ফ্লাইট উঠা-নামা করবে। তবে অভ্যন্তরিন ফ্লাইট চালুর ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, ইংল্যান্ডের বেশিরভাগ যাত্রী সিলেট অঞ্চলের হওয়াতে বাংলাদেশ বিমানের সপ্তাহে চারদিন ঢাকা-সিলেট-লন্ডনের হিথ্রো ও দুই দিন ঢাকা-সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট হয়। সরাসরি ঢাকা থেকে কোনো ফ্লাইট যায় না। তবে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বন্যার পানি চলে আসায় বিমান চলাচল বন্ধ ঘোষণা করে বিমানবন্দর কর্তৃপক্ষ। এরপর বাংলাদেশ বিমানের গতকাল বুধবার পর্যন্ত ঢাকা-সিলেট-লন্ডন ফ্লাইটগুলোও বাতিল করা হয়। বাতিল করা ফ্লাইটের তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছিল বেবিচক। এতে বিপাকে পড়ে যান যাত্রীরা। এদিকে, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় গতকাল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের একটি ফ্লাইট তিনশত যাত্রী নিয়ে লন্ডন গিয়েছে। তবে সময় মত বিমান কর্তৃপক্ষ তথ্য না দেয়াতে অনেক যাত্রীই ক্ষোভ প্রকাশ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ