Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সামান্য এমডি পদের জন্য পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেন ড. ইউনূস’

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০২২, ১২:১৭ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। সেই পদ্মা সেতু নিয়ে ড. ইউনূস ষড়যন্ত্র করেন সামান্য ব্যাংকের সামান্য এমডি পদের জন্য।

আজ বুধবার গণভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এসময় দেশের বন্যা পরিস্থিতি, পদ্মা সেতু উদ্বোধন ও সীতাকুণ্ডসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাসমূহ তুলে ধরেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এসে পদ্মা সেতুর সমীক্ষা বন্ধ করে দিয়েছিল। সব যড়যন্ত্র মোবাবিলা করে পদ্মা সেতু আজ বাস্তব।

বর্তমান সরকারের নেওয়া অন্যান্য বড় বড় প্রকল্পের কাজ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের সহযোগিতায় অতীতের প্রতিশ্রুতির মতো সব প্রতিশ্রুতি পূরণ করবো ইনশাআল্লাহ।

২০৩০-৩১ সালের মধ্যে এসডিজি পূরণসহ উচ্চ-মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধি দেশে পরিণত করাই সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা



 

Show all comments
  • Tareq Sabur ২২ জুন, ২০২২, ৩:০৮ পিএম says : 0
    ডক্টর ইউনুসের ভাস্যমতে পদ্মাসেতুর অর্থায়ন বন্ধ, সামান্য এমডি পদের লোভ এসবই শেখ হাসিনার আষাড়ে গল্প ও মিথ্যাচার। রাষ্ট্র ক্ষমতা হাতে থাকলে মুখে যা আসে তাই বলা যায়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ