Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের চুরি যাওয়া হাত ব্যাগ উদ্ধার : আটক ২

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা ক্যুলেনায়ের চুরি যাওয়া হাত ব্যাগটি অবশেষে উদ্ধার করতে সক্ষম হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো, রুবেল (২০) ও শাওন (২০)। গতকাল বুধবার রুবেলকে রাজধানীর শনিরআখড়া এবং সোলাইমানকে বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের মধ্যে একজন পেশাদার চোর এবং অপরজন তার সহযোগী। তারা কেউই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে রুবেলকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বসুন্ধরা শপিংমলের ৫ নম্বর লেভেলের বি ব্লকের ৪৫ নম্বর আইটাচ নামে একটি দোকান থেকে শাওনকে গ্রেফতার করা হয়। এ সময় শাওনের কাছ থেকে রাষ্ট্রদূতের চুরি যাওয়া ব্যাগসহ তার ব্যবহৃত অন্যান্য মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, টানা পার্টির সদস্য রুবেল রাষ্ট্রদূতের ভ্যানিটি ব্যাগটি চুরির পর তাতে থাকা দুটি মোবাইল, নোটপ্যাড বসুন্ধরা সিটিতে বিক্রি করে দেয়। তাদের দলের আরও লোকের সন্ধান পাওয়া গেছে। এ ব্যাপারে গোয়েন্দাদের অভিযান অব্যাহত আছে বলে জানান ডিসি দক্ষিণ।
গত সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ‘ফ্রিডম’ নামের একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান থেকে রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা ক্যুলেনায়ের ব্যাগ চুরি হয়ে যায়। তিনি ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ