Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দুই পা হারানো মামলার ১৩ আসামির আত্মসমর্পণ

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করে দুই পা হারানো ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামের কৃষক শাহানূর বিশ্বাসের ওপর হামলার ১৩ আসামি অবশেষে আদালতে আত্মসমর্পণ করেছেন। বুধবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহের আমলী আদালতের (কালীগঞ্জ) বিচারক কাজী আশরাফুজ্জামানের আদালতে হাজির হয়ে তারা জামিন আবেদন করেন। আসামিদের পক্ষে অ্যাড: শেখ আব্দুল্লাহ মিন্টু জামিনের আবেদন করলে শুনানি শেষে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম আসামিদের আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার দুপুরে কাষ্টভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মেম্বার, একই গ্রামের বিল্লাল  হোসেন, জাহিদুল ইসলাম, ইমদাদুল ইসলাম, হাসান আলী,  মোতালেব হোসেন, টুকু মিয়াসহ ১৩ জন আদালতে আত্মসমর্পণ করেন। এর আগে কামাল মেম্বারের বড় ভাই আজাদ ও লিখন নামের দুইজনকে চলতি মাসের ৭ তারিখে  গ্রেফতার করে পুলিশ। ইতোমধ্যে আসামি লিখন আদালত  থেকে জামিনে মুক্তিও পেয়েছেন। অপরদিকে বুধবার সকালে ঝিনাইদহের পুলিশ সুপার মো: মিজানুর রহমান কালীগঞ্জ থানা পরিদর্শন করেছেন। এ সময় তিনি আলোচিত এ মামলার নথিপত্র পর্যালোচনা করেন। এ খবর জানিয়েছেন সংশ্লিষ্ট থানা পুলিশ। গত ১৬ অক্টোবর মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় নলভাঙ্গা গ্রামের কৃষক শাহানূর বিশ্বাসের ওপর হামলা চালায় যুবলীগ নেতা কামাল মেম্বারসহ তার দলবল। পরবর্তীতে শাহানূরের দুই পা কেটে ফেলতে হয়। গত গত ৯ নভেম্বর কালীগঞ্জ থানায় ১৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন দুই পা হারানো শাহানূরের ভাই সামাউল ইসলাম। কিন্তু মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিল। যুবলীগ করার কারণে পুলিশ তাদের ধরছিল না। শাহানূরকে ভিটেছাড়া করারও হুমকি দেয় আসামিরা। মঙ্গলবার বিষয়টি নিয়ে একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হলে হামলার আসামিদের ৭২ ঘণ্টার মধ্যে কারাবন্দী করতে হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাাহর দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে নির্দেশ প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ