Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

জাপার ত্রাণ কমিটি গঠন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০২২, ১০:৫৪ পিএম

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারকে আহবায়ক করে জাতীয় পার্টি (জাপা) ত্রাণ কমিটি গঠন করেছে। এই কমিটির নেতৃত্বে ভয়াবহ বন্যায় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবে জাতীয় পার্টি। এছাড়া তৃণমূল পর্যায়ে যারা বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছে তাদেরও সার্বিক সহায়তা করবে এই ত্রাণ কমিটি।

মঙ্গলবার (২১ জুন) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বুধবার (২২ জুন) বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাপার কো-চেয়ারম্যান ও ত্রাণ কমিটির আহ্বায়ক এবিএম রুহুল আমিন হাওলাদারের সভাপতিত্বে গঠিত ত্রাণ কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হবে। ত্রাণ কমিটির সদস্যরা হলেন- প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সুনীল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ, এটিইউ তাজ রহমান, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, মনিরুল ইসলাম মিলন।

এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন- জাতীয় পার্টির নেতা ফজলুর রহমান মিজবাহ, মোমিন চৌধুরী বাবু, ইয়াহ্ ইয়া চৌধুরী, এইচ এম শাহরিয়ার আসিফ, গোলাম মোহাম্মদ রাজু, ফকরুল আহসান শাহজাদা, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, মো. হেলাল উদ্দিন, মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ, ওসমান আলী চেয়ারম্যান, সৈয়দ ইফতেকার আহসান হাসান, আনোয়ার হোসেন তোতা, সুমন আশরাফ, জহিরুর ইসলাম মিন্টু, আহাদ চৌধুরী শাহীন, গোলাম মোস্তফা, এস এম আল জুবায়ের, শামীম আহমেদ রিজভী, মিজানুর রহমান মিরু, নুরুল হক নুরু, দ্বীন ইসলাম শেখ, ফজলে এলাহী সোহাগ, আব্দুস সাত্তার, আলমগীর হোসেন, আহমেদ রিয়াজ, কাজী মামুন, জহিরুল ইসলাম মিন্টু, আল মামুন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ