Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৯ মাসের সাজা শেষ হলো ১৮ বছরে!

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

যশোরের আদালতে একটি মামলায় ভারতীয় নাগরিক চিত্তরঞ্জন গাইনের (৫৩) ৯ মাস সাজা হয়েছিল। কিন্তু নানা জটিলতায় তাকে কারাগারে আটকে থাকতে হয় ১৮ বছর। বুধবার দুপুরে মহিলা আইনজীবীর সহযোগিতায় তিনি বেনাপোল সীমান্ত পথে নিজ দেশ ভারতে ফিরে যান। গতকাল আরও এক ভারতীয় নাগরিক সাজা শেষে দেশে ফিরে গেছেন।
ফেরত যাওয়া ভারতীয় নাগরিক চিত্তরঞ্জন গাইন ভারতের দক্ষিণ ২৪ পরগণা জেলার গোসাবা থানার কুমির মাটি গ্রামের হরেন্দ্রনাথের ছেলে। অন্যজন কলকাতার বি/৩০৪ গ্রিল ব্যালি হাউজিং কমপ্লেক্স কৈখালি ছিরিয়া মোড় এলাকার ভাস্কর রায় (৪৩)। ভাস্কর মানসিক প্রতিবন্ধী। তিনি ২০১২ সালে পুলিশের হাতে ধরা পড়েন। তার সাজা হয় চার বছর। যশোর কেন্দ্রীয় কারাগারে তার সাজাভোগ শেষ হলে তিনি দেশে ফিরে গেলেন।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর এরিয়া কো-অর্ডিনেটর আবদুল মোহিদ জানান, চিত্তরঞ্জন গাইন সীমান্ত দিয়ে অবৈধভাবে একটি পিস্তল নিয়ে বাংলাদেশে ঢুকে পুলিশের হাতে ধরা পড়েছিলেন। এরপর যশোরের একটি আদালত তাকে ১৯৯৯ সালে ৯ মাস কারাদ-ের আদেশ দেন। সাজার মেয়াদ শেষ হয়ে গেলেও নানা জটিলতায় তিনি দেশে ফিরতে পারেননি। কারাগারে কেটে যায় জীবনের ১৮ বছর। তিনি আরও জানান, মহিলা আইনজীবী সমিতি খবর পেয়ে জটিলতা কাটিয়ে ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে।
যশোরে হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন
যশোরে এক মহিলা হত্যার দায়ে নাজমুল হাসান নামে একব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদ-ের আদেশ দেয়া হয়েছে। যশোরের স্পেশাল জজ (জেলা জজ) আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা গতকাল বুধবার বিকেলে এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত নাজমুল যশোরের কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামের আমিন উদ্দীন হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি কারাগারে আটক আছেন।
আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ১৭ এপ্রিল বড়েঙ্গা গ্রামের রহিমা খাতুনের দুটি ছাগল নাজমুলদের বেগুন ক্ষেতে ঢোকে। তারা ওই ছাগল বাড়িতে নিয়ে আটকে রাখে। রহিমা খাতুন ছাগল দুটি ছাড়িয়ে আনতে গেলে নাজমুলের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নাজমুল রহিমাকে আঘাত করলে তিনি ইন্তেকাল করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ