Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোথাও বন্ধ কোথাও খোলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুন, ২০২২, ১২:০১ এএম

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১১৪ ধারা কঠোরভাবে প্রতিপালনের উদ্যোগ নিয়েছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো রাত ৮টা থেকে সারাদেশে দোকান, বিপণিবিতান, শপিংমলগুলো বন্ধ করার কথা ছিল। দেশের বৃহত্তর স্বার্থে বাংলাদেশ দোকান মালিক সমিতি, এফবিসিসিআইসহ সব ব্যবসায়ী সংগঠনও সরকারের এ উদ্যোগ মেনে নিয়েছে। ফলে নির্দেশনা অনুযায়ী গতকাল সন্ধ্যা থেকেই এ বিষয়ে উদ্যোগী হয় আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর বিভিন্ন এলাকায় এ নিয়মের কঠোর বাস্তবায়ন হলেও কিচু জায়গায় এর ব্যতিক্রম চিত্র চোখে পড়েছে।
মিরপুর শাহ আলী, মিরপুর শপিং কমপ্লেক্স সহ একাধিক মার্কেটে বন্ধ করার তোড়জোড় দেখা যায়নি। নির্দেশনা বাস্তবায়নে পুলিশ কিংবা অন্যান্য সংস্থার পদক্ষেপ ও দেখা যায়নি। শাহ আলী প্লাজা সংলগ্ন দোকানপাট ও বইয়ের মার্কেট খোলা ছিল বইয়ের দোকানে। এছাড়া গুলশান ১ নম্বর গোলচক্করের আশেপাশে কিছু দোকান খোলা ছিল নির্ধারিত সময়ের পরেও। নতুনভাবে নিয়ম কার্যকর হওয়ায় শুরুতেই কাউকে জেল-জরিমানা করা হচ্ছে না। শুধু প্রচারে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে পরবর্তীতে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শপিংমল, দোকানপাট বন্ধের বিষয়গুলো প্রতিনিয়ত তাদের নজরদারিতে থাকবে বলেও জানায় তারা।
সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর যা খোলা থাকবে-ডক, জেটি, স্টেশন অথবা বিমানবন্দর এবং পরিবহন সার্ভিস টার্মিনাল অফিস, তরকারি, মাংস, মাছ, দুধ জাতীয় সামগ্রী, রুটি, পেস্ট্রি, মিষ্টি ও ফুল বিক্রির দোকান, ওষুধ, অপারেশন সরঞ্জাম, ব্যান্ডেজ অথবা চিকিৎসা-সংক্রান্ত প্রয়োজনীয় সামগ্রীর দোকান, দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনের জন্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রির দোকান, তামাক, সিগারেট, পান-বিড়ি, বরফ, খবরের কাগজ, সাময়িকী বিক্রির দোকান এবং দোকানে বসে খাওয়ার জন্য (হালকা) নাশতা বিক্রির খুচরা দোকান। এ ছাড়া পেট্রোলপাম্প এবং মেরামত কারখানা নয় এমন মোটরগাড়ির সার্ভিস স্টেশন, সেলুন ও কেশ প্রসাধনীর দোকান, যে কোনো ময়লা নিষ্কাশন অথবা স্বাস্থ্যব্যবস্থা, যে কোনো শিল্প, ব্যবসা যা জনগণকে শক্তি, আলো অথবা পানি সরবরাহ করে এমন প্রতিষ্ঠান খোলা রাখা যাবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ