Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সাউদিয়া এয়ারলাইন্স নতুন সার্ভিস দেবে হজযাত্রীদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুন, ২০২২, ৯:২৬ পিএম

হজযাত্রীদের ভোগান্তি লাঘবে নতুন এক লাগেজ সার্ভিস দিচ্ছে বিমান সংস্থা সাউদিয়া অ্যারাবিয়ান এয়ারলাইন্স। এ সংস্থার আন্তর্জাতিক ফ্লাইটে সউদী আরব যাওয়া হজযাত্রীরা এই সুবিধা পাবেন। তারা মক্কা ও মদিনায় হোটেল বা আবাসন ত্যাগ করার ২৪ ঘন্টা আগে তাদের লাগেজ সংগ্রহ করবে এই সার্ভিসের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।

এরপর তারা যেসব বিমানবন্দরে যাবেন, সেখানে পৌঁছার আগেই তা সঠিকভাবে ওই বিমানবন্দরের ব্যাগেজ সেন্টারে পাঠিয়ে দেয়া হবে। এতে হজযাত্রীদের লাগেজ নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা অনেকটাই কমে যাবে। অনলাইন আরব নিউজ এ খবর দিয়েছে। এতে আরও বলা হয়েছে, সাউদিয়া বিমান সংস্থা হজযাত্রীদেরকে বোর্ডিং পাস ইস্যু করছে। ইস্যু করবে লাগেজ ট্যাগ। এর মধ্য দিয়ে চেক-ইনের সময় হেনস্তা লাঘব হবে। সাউদিয়া কর্তৃপক্ষ হজযাত্রীদের ভ্রমণ নির্ঝঞ্ঝাট করতে এসব উদ্যোগ নিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ