Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর এনার্জি রিসার্চের জাতিসংঘ পুরস্কার লাভ

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির  সেন্টার ফর এনার্জি রিসার্চের পরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরী ও বাংলাদেশী প্রতিষ্ঠান সোলশেয়ারের যৌথভাবে উদ্ভাবিত গবেষণা প্রকল্প বাড়িভিত্তিক  সৌরবিদ্যুতের ‘স্মার্ট ভিলেজ ন্যানোগ্রিড’ জাতিসংঘের জলবায়ু পুরস্কার ‘মোমেন্টাম ফর চেঞ্জ পদক’ -২০১৬ এ  ভূষিত হয়েছে। শরীয়তপুরের জাজিরা উপজেলার প্রত্যন্ত গ্রাম সাকিম আলী মাতব্বর। এই গ্রামের আটটি পরিবার তাদের ঘরে উৎপাদিত সৌরবিদ্যুৎ  ভাগাভাগি করে ব্যবহার করে। একজনের বাড়িতে উৎপাদিত বাড়তি বিদ্যুৎ চলে যায় আরেকজনের ঘাটতি  পূরণে। এভাবে একধরনের বিদ্যুৎ লেনদেন ঘটে নতুন এক প্রযুক্তির মাধ্যমে। এমন সাফল্যের জন্য মরক্কোর মারাক্কেসে জাতিসংঘের ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলনে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর এনার্জি রিসার্চের পরিচালক প্রকল্পটির দলনেতা ও প্রধান গবেষক শাহরিয়ার আহমেদ চৌধুরী, প্রকল্পের প্রযুক্তি উন্নয়ন ও সরবরাহকারী প্রতিষ্ঠান সোলশেয়ারের এমডি সেবাস্টিয়ান গ্রো, প্রকল্পের প্রযুক্তি পরিচালনাকারী এনজিও উপকূলীয় বিদ্যুতায়ন এবং মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক এম নাসির উদ্দিন ও গবেষণা প্রকল্পটির আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠান ইটকলের পরিচালক এনামুল করিম পাভেলের হাতে পরস্কার তুলে দেয়া হয়। বিশ্বের ১৩টি জলবায়ুবান্ধব উদ্যোগকে এ পুরস্কার দেয়া হয়। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা ইউএনএফসিসিসির পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের উদ্যোগ সারা বিশ্বের জন্য একটি অনুকরণীয় হতে পারে।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ