পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
গাজীপুরের শ্রীপুর পৌরসভায় ডিজিটাল হোল্ডিং নম্বর প্লেটের উদ্বোধন করা হয়েছে। ২৩ নভেম্বর বুধবার পৌরসভার ৪নং ওর্য়াডের ভাংনাহাটি গ্রামের পীরজাদা এস এম রুহুল আমীনের বাড়িতে ডিজিটাল নম্বর প্লেটের উদ্বোধনের মধ্য দিয়ে এ যাত্রা শুরু হয়েছে। ডিজিটাল হোল্ডিং নম্বর প্লেটের উদ্বোধন করেন শ্রীপুর পৌরসভার মেয়র মো: আনিছুর রহমান।
পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান মন্ডল বলেন, বর্তমান সরকার দেশকে আধুনিক ডিজিটালাজইজড করতে বদ্ধ পরিকর। তারই অংশ হিসাবে প্রথম পর্যায়ে ৪ নং ওয়ার্ডের প্রত্যেকটি বাড়িকে ডিজিটাল হোল্ডিং নম্বর প্লেটের আওতায় আনা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান মন্ডল, কাউন্সিলর আমজাদ হোসেন, আবদুস সাহিদ, ইজ্জত আলী ফকির, মো. হাবিবুল্লা প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।