পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
নওগাঁয় জনতা ব্যাংক লি: এরিয়া অফিসের উদ্যোগে শাখা ব্যবস্থাপকগণদের সহিত ব্যবসা উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, জনতা ব্যাংক লি: রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহা ব্যবস্থাপক মো: মোখলেছুর রহমান। বুধবার এরিয়া অফিস কার্যালয়ে জনতা ব্যাংক লি: নওগাঁ এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাক মো: সামিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যেও মধ্যে এজিএম যতীন্দ্রনাথ ম-ল, কর্পোরেট শাখার এজিএম জাহিদুর রহমান, কাজীর মোড় শাখার ব্যবস্থাপক এফ এজিএম আকতারুজ্জামান, এসইও মোশাররফ হোসেন, সিবিএর সাধারণ সম্পাদক আইয়ুব খান জুরুয়ল প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথি বলেন, চলতি বছরের সকল লক্ষ্যমাত্রা অর্জন, খেলাপী ঋণ আদায়, শ্রেণিকৃত ঋণ হ্রাস, ফরেন রেমিটেন্স বৃদ্ধি, গ্রাহক সেবার মান উন্নয়নসহ সকল শাখা যেন লাভজনক হয়, সেজন্য সব শাখা ব্যবস্থাপকদেও দিক নির্দেশনা প্রদান করেন। সভায় জেলা ২৪টি শাখার শাখা ব্যবস্থাপকগণ এবং এরিয়া অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।