পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর উত্তরায় এনা পরিবহনের একটি বাসের ধাক্কায় মাইলস্টোন কলেজের এক শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা। গতকাল সোমবার বিকেল ৫টা থেকে উত্তরার হাউজ বিল্ডিং ও আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভে নামে। এসময় দুপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
ডিএমপির ট্রাফিক উত্তরা বিভাগের এডিসি বদরুল হাসান বলেন, গত রোববার এনা পরিবহনের একটি বাসের ধাক্কায় মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী আহত হন। ওই ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার বিকেল ৫টা থেকে উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এতে আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেশ কয়েকটি যানবাহন আটকে রাখে।
উত্তরা পশ্চিম থানার ওসি শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস বলেন, শিক্ষার্থীরা প্রথমে হাউজ বিল্ডিং এলাকার সড়কে নেমেছিলেন। তাদের বুঝিয়ে সেখান থেকে সরানো হলেও পরে তারা আজমপুর গিয়ে আবার সড়কে বসে পড়েন। এতে আশপাশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যোগ দেন।
তিনি বলেন, গত রোববার মাইলস্টোন কলেজের সাদ নামের এক শিক্ষার্থী এনা পরিবহনের একটি বাসের ধাক্কায় মারাত্মকভাবে আহত হন। এরপরই বাসটির চালক ও হেলপারকে গ্রেফতারের দাবিতে সোমবার রাস্তায় নামেন সাধারণ শিক্ষার্থীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।