Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেসরকারি এয়ারলাইন্সগুলোর আপত্তি

কম দামে টিকিট বিক্রি বিমানের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুন, ২০২২, ১২:০০ এএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অভ্যন্তরীণ বিভিন্ন রুটে টিকিটের দাম কমিয়ে ‘অসুস্থ প্রতিযোগিতা’ সৃষ্টি করেছে বলে অভিযোগ বেসরকারি এয়ারলাইন্সগুলোর সংগঠন অ্যাভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)। সংগঠনটির অভিযোগ, টিকিটের দাম কমানোর মাধ্যমে বিমান এ ব্যবসার ক্ষেত্র নষ্ট করছে। এতে বেসরকারি এয়ারলাইন্সগুলো মুখ থুবড়ে পড়বে। ভর্তুকি দিয়ে চলা বিমানও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

গত রোববার রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে দেওয়া এক চিঠিতে এওএবির মহাসচিব ও নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মফিজুর রহমান এ অভিযোগ করেন। তবে এ বিষয়ে জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

 

Kg `v‡g wUwKU wewµ wegv‡bi

†emiKvwi GqvijvBݸ‡jvi AvcwË

 

÷vd wi‡cvU©vi

wegvb evsjv‡`k GqvijvBÝ Af¨šÍixY wewfbœ iæ‡U wUwK‡Ui `vg Kwg‡q ÔAmy¯’ cÖwZ‡hvwMZvÕ m„wó K‡i‡Q e‡j Awf‡hvM †emiKvwi GqvijvBݸ‡jvi msMVb A¨vwf‡qkb Acv‡iUim A¨v‡mvwm‡qkb Ae evsjv‡`k (GIGwe)| msMVbwUi Awf‡hvM, wUwK‡Ui `vg Kgv‡bvi gva¨‡g wegvb G e¨emvi †¶Î bó Ki‡Q| G‡Z †emiKvwi GqvijvBݸ‡jv gyL _ye‡o co‡e| fZ©ywK w`‡q Pjv wegvbI Avw_©Kfv‡e ¶wZMÖ¯Í n‡e|

MZ †iveevi iv‡Z cÖavbgš¿xi †emiKvwi wkí I wewb‡qvM Dc‡`óv mvjgvb Gd ingvb‡K †`Iqv GK wPwV‡Z GIGwei gnvmwPe I b‡fvGqv‡ii e¨e¯’vcbv cwiPvjK (GgwW) gwdRyi ingvb G Awf‡hvM K‡ib| Z‡e G wel‡q Rvb‡Z wegvb evsjv‡`k GqvijvB‡Ýi KZ…©c‡ÿi mv‡_ †hvMv‡hvM K‡iI Zv‡`i e³e¨ cvIqv hvqwb|

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ