পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
মাঠ পর্যায়ে কৃষি বিভাগের তদারকী ও পরামর্শের অভাবে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ না করায় কারেন্ট পোকার আক্রমণে পঞ্চগড়ে আমন ধানের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ চিত্র দেখা গেছে। জানা যায়, এসব এলাকায় ব্যাপক আকারে বাদামী ফড়িং বা কারেন্ট পোকা আক্রমণ করে। কৃষকরা কৃষি দপ্তরের পরামর্শ না পেয়ে নিজেরাই শত চেষ্টা করেও সেই পোকা দমনে ব্যার্থ হন। এতে পঞ্চগড় সদর উপজেলার প্রায় ইউনিয়নে ওই ক্ষতিকারক পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েন কৃষকরা। এতে কৃষি দপ্তরের কাউকে না পেয়ে কৃষকরা এলাকার কীটনাশক ডিলারদের পরামর্শে ওষুধ প্রয়োগ করলেও কোনো কাজ হচ্ছে না। জানা যায়, এই পোকা আক্রমণ করলে ধানের গাছ পুড়ে যায় এবং ধানে খসা জমে। ফলে কৃষকরা মনে করছেন, এতে ফলন কম হতে পারে। কৃষি র্কমকর্তারা পাশে না থাকায় হতাশ কৃষকরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।