পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সাভারের হেমায়েতপুরে গতকাল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ১৬৪তম শাখার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত শাখার উদ্বোধন করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম খাঁন। এ ছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো: তানভীর খান। অন্যান্যদের মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ আলীসহ ব্যাংকের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় সুধীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সময়ের পরিবর্তনে গ্রাহক চাহিদা এবং ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে এসেছে বহুমুখী বৈচিত্র্য; আর এই পরিবর্তনের সাথে সমন্বয় রেখেই সর্বোত্তম সেবা দিয়ে চলেছে ইউসিবি। ব্যবস্থাপনা পরিচালক বলেন, উৎকর্ষ ব্যাংকিং সেবার পাশাপাশি আর্থিক সহযোগিতার ক্ষেত্রকে বিভিন্ন প্রান্তিক পর্যায়েও পৌঁছে দিচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং ভবিষ্যতে ব্যাংকের সেবার খাতকে আরো প্রসারিত করতে সবার সহযোগীতা আমাদের কাম্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।