Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুর পৌর মেয়রকে বরখাস্তের আদেশ স্থগিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুন, ২০২২, ১২:০১ এএম

বিএনপি নেতা এবং দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। সেইসঙ্গে তাকে বরখাস্ত করা কেন অবৈধ ঘোষণা করা হবে না-এই মর্মে রুল জারি করেছেন। স্থগিতাদেশের মেয়াদ এক বছর। রিটের শুনানি শেষে গতকাল সোমবার বিচারপতি জাফর আহমেদ এবং বিচারপতি মো: আখতারুজ্জামানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল। সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো: রাসেল চৌধুরী শুনানিতে অংশ নেন।
ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল জানান,গত ১৫ জুন দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে দিনাজপুর পৌরসভার মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। বরখাস্তের এই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে রিট করেন সৈয়দ জাহাঙ্গীর। শুনানি শেষে উপরোক্ত আদেশ দেন হাইকোর্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ