Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বাসে গৃহবধূকে গণধর্ষণ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুন, ২০২২, ১২:০১ এএম

নগরীর অক্সিজেন এলাকায় বাসে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় চালক-হেলপারসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- বাসচালক নুরুল আলম, হেলপার রবিউল ও শাহাদাত। রোববার রাতে নগরীর অক্সিজেন, হাটহাজারী ও ফটিকছড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, রোববার দুপুরে ভুক্তভোগী আত্মীয়ের বাসা থেকে অক্সিজেন মোড়ে আসেন। সেখানে রেলক্রসিংয়ের পাশে পার্কিংয়ে থাকা বাসের ড্রাইভার নুরুল আলম, হেলপার রবিউল, সুপারভাইজার রাজু ও অন্য বাসের হেলপার শাহাদাত তাকে জিজ্ঞেস করেন, আপনি কোথায় যাবেন। কোর্ট বিল্ডিংয়ে যাওয়ার কথা বললে, তারা তাকে বাসে তোলেন। এ সময় বাসে অন্য যাত্রী না থাকায় দরজা বন্ধ করে তারা পালাক্রমে তাকে ধর্ষণ করে। ঘটনাস্থল থেকে পালিয়ে ভুক্তভোগী ট্রাফিক পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বাসটি জব্দ করে। এরপর অক্সিজেন থেকে হেলপার শাহাদাত, হাটহাজারী থেকে নূরল আলম ও ফটিকছড়ি থেকে রবিউল হককে গ্রেফতার করা হয়। তাদের নামে বায়েজিদ থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ