Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটাঞ্চলে বন্যা নিয়ে সংসদে আলোচনা চান এমপি হারুন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুন, ২০২২, ৬:২১ পিএম

সিলেটে ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে সংসদে আলোচনার প্রস্তাব দিয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ। সোমবার একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন।

হারুনুর রশিদ বলেন, অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দেশে এখন ভয়াবহ বন্যা। স্মরণকালের ভয়াবহতম বন্যায় আজ সুনামগঞ্জসহ সিলেট বিভাগ পানির নিচে। আবহাওয়াবিদরা বলছেন, উত্তরাঞ্চলসহ বিভিন্ন জায়গায় বন্যার আশঙ্কা রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের এ সময়ে সংসদে এসব বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার। তিনি বলেন, আমি গতকাল আপনার কাছে সময় চেয়েছিলাম, আপনি পরে সময় দিতে চেয়েছিলেন। গতকাল আমি মুলতবি প্রস্তাবে একটা নোটিশ দিয়েছিলাম।

এ সময় জাতীয় সংসদের কার্য প্রণালী বিধি ৬১ সংসদে পড়ে শোনান তিনি। মুলতবি প্রস্তাবের সীমাবদ্ধতা তুলে ধরে হারুনুর রশিদ বলেন, এখানে বলা হচ্ছে ‘বাজেটের সাধারণ আলোচনার জন্য কোনো মুলতবি প্রস্তাব উত্থাপন করা যাইবে না।’ এ সময় স্পিকার বলেন, আপনি নিজেই তো পড়ছেন।

কার্য প্রণালী বিধি ৬৫ বিধি তুলে ধরে হারুনুর রশিদ বলেন, কার্যপ্রণালী বিধি যখন প্রস্তুত হয়েছে তখন সিলেটে এ ধরনের বন্যা হয় হয়নি। ১২২ বছরের মধ্যে এটা ভয়াবহ বন্যা। মানুষ সেখানে যে ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে তা চিন্তাও করা যাবে না। এ সময় স্পিকার বলেন, আপনি পয়েন্ট অব অর্ডারের ওপর বললে বলেন। কার্যপ্রণালী বিধির ওপর বলার সুযোগ নেই। কারণ আপনি নিজেই পড়ে শুনিয়েছেন। বাজেট অধিবেশনে মুলতবির কোনো সুযোগ নেই।

হারুনুর রশিদ বলেন, আমরা আলোচনা চাই। আমরা কিছু দিন আগে সীতাকুণ্ডে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল সেটার ব্যাপারে মন্ত্রীর বিবৃতি চাইলাম। এখনো বিবৃতি পাইনি। সেখানকার অবস্থা কী আমরা এখনো জানি না। বন্যা পরিস্থিতি যে ভয়াবহ অবনতি হচ্ছে। সেখানে মানুষ যে দুর্ভোগে আছে এই বিষয়গুলো নিয়ে কী আলোচনা হবে না?

তিনি বলেন, অতীতে সাধারণ আলোচনায় মাঝে মাঝে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা আলোচনার সুযোগ চাই। যদি আপনি বলে দেন যে সাধারণ আলোচনা ছাড়া কোনো আলোচনা হবে না। তাহলে আপনি নির্ধারণ করে দেন যে আমরা কবে বক্তৃতা দেব, সেদিন ছাড়া আর কোনো দিন আমরা সংসদে আসব না।

সংসদের আসন দেখিয়ে এ সংসদ সদস্য বলেন, আজকে দেখেন সব চেয়ার খালি, সব মন্ত্রীদের চেয়ার খালি। বিরোধী দলের সদস্যরা নেই। আজকে কেন থাকছেন না? আপনি যদি সংসদের কার্যক্রমে বিরোধী দলের সদস্য, সরকার দলের সদস্যদের অংশগ্রহণ করার সুযোগ না দেন তাহলে আমরা কেন আসব? তিনি বলেন, আমি মনে করি ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত। এই পরিস্থিতিতে সরকার কী করছে, আমাদের কী করা দরকার সে বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব। আপনি দয়া করে সময় দেবেন এটার জন্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ