Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেকর্ডপত্র চেয়ে চিঠি দিয়েছে দুদক

ন্যাশনাল ব্যাংক পরিচালনা পর্ষদের দুর্নীতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুন, ২০২২, ১২:০৩ এএম

ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পরিষদের ক্রেডিট কার্ডের মাধ্যমে ৩০ লাখ ডলার খরচের অভিযোগ অনুসন্ধানে ব্যাংকটির কাছ থেকে রেকর্ডপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সংস্থার উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত পৃথক দুই নোটিশে ৭ ধরণের রেকর্ডপত্র চাওয়া হয়। চিঠিতে উল্লেখিত রেকর্ডপত্রের মধ্যে রয়েছে,মেসার্স ইপস্ ট্রেডিংয়ের ন্যাশনাল ব্যাংক লি:, নিমতলী শাখার চলতি হিসাব খোলার আবেদন, ছবিসহ নমুনা স্বাক্ষরকার্ড,কেওয়াইসি ফরম এবং টিপি ও চলতি হিসাব বিবরণী (শুরু থেকে বর্তমান পর্যন্ত ),কাওরানবাজারে এনবিএল টাওয়ারে বিনিয়োগ ও নির্মাণ সংক্রান্ত রেকর্ডপত্র- যেমন: প্রাক্কলন,টেন্ডার,ঠিকাদার নির্বাচন, কার্যাদেশ,কাজ সম্পাদন হওয়া সংক্রান্ত প্রত্যয়ন,বিল প্রদানসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র। এছাড়া যৌথ বিনিয়োগ হয়ে থাকলে চুক্তিপত্র ও ঋণ দেয়া সংক্রান্ত রেকর্ডপত্র। চট্টগ্রামে এনবিএল টাওয়ার নির্মাণ সংক্রান্ত রেকর্ডপত্র। এর মধ্যে রয়েছে, প্রাক্কলন,টেন্ডার,ঠিকাদার নির্বাচন,কার্যাদেশ,কাজ সম্পাদন সংক্রান্ত প্রত্যয়ন ও বিল প্রদান সংশ্লিষ্ট রেকর্ডপত্র। ব্যাংকটির পরিচালক রন হক সিকদার, রিক হক সিকদার, জন হক সিকদার, মমতাজুল হক, মনিকা সিকদার খান, নাসিম হক সিকদার ও সৈয়দ কামরুল ইসলামের নামে ন্যাশনাল ব্যাংক থেকে এ পর্যন্ত যেসব ক্রেডিট কার্ড ইস্যু করা হয়েছে তৎসংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র। এর মধ্যে রয়েছে শুরু থেকে এ পর্যন্ত হিসাব বিবরণী ও টিপিসহ অন্যান্য কাগজপত্র। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মহাব্যবস্থাপক বরাবর পাঠানো একটি চিঠিতে ন্যাশনাল ব্যাংকের মরহুম চেয়ারম্যান জয়নুল হক সিকদারের পরিবারের সদস্য রন হক সিকদার, রিক হক সিকদার, জন হক সিকদার, মমতাজুল হক, মনিকা সিকদার খান, নাসিম হক সিকদার এবং সৈয়দ কামরুল ইসলামের নামে ইস্যুকৃত ক্রেডিট কার্ড সংক্রান্ত অনিয়ম-দুর্নীতির বিষয়ে কোনো তদন্ত হয়ে থাকলে সেটির প্রতিবেদনও চাওয়া হয়েছে। এ ছাড়া ব্যাংকটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের কাছে তদন্ত না হয়ে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ইস্যুকৃত ক্রেডিট কার্ড সংক্রান্ত তদন্ত প্রতিবেদন চাওয়া হযেছে। পূর্বক প্রতিবেদন চাওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ