Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিক সিরাজুজ্জামানের হামলাকারীদের গ্রেফতার দাবি ডিআরইউ’র

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুন, ২০২২, ১২:০৩ এএম

জাগো নিউজের সিনিয়র প্রতিবেদক সিরাজুজ্জামানের ওপর হামলার তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানিয়েছে সংগঠনটি। বিবৃতিতে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব সিরাজুজ্জামানের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে অনতিবিলম্বে আসামিদের গ্রেফতার করার দাবি জানিয়েছেন।
হামলার শিকার সাংবাদিক সিরাজুজ্জামান বলেন, শনিবার দুপুর আড়াইটার দিকে ৪/৫ জন তার ওপর অতর্কিত এ হামলা চালায়। আমার বুকে, মাথায়, হাঁটু ও পিঠে আঘাত করেছে হামলাকারীরা। আমার ঠোঁটে ১০টি সেলাই দেয়া হয়েছে। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ