পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রামে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুনের মামলার প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির নাম শহিদুল ইসলাম (১৯)। গত শনিবার রাতে তাকে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের একজন কর্মকর্তা জানান, গ্রেপ্তারের পর শহিদুলকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি খুনে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের যুবক কলোনিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা রমজান আলীকে (৩৭) ছুরিকাঘাতে হত্যা করা হয়। রমজান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পাঠাগারবিষয়ক সম্পাদক ছিলেন। রমজান হত্যার ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে গত শুক্রবার কর্ণফুলী থানায় মামলা হয়। মামলার বাদী রমজানের ভাই মো. আলমগীর। মামলার প্রধান আসামি শহিদুল। মামলার এজাহারে বলা হয়, ইউপি নির্বাচনে সদস্য পদে ভোট দেয়া নিয়ে বিরোধের জেরে রমজানকে খুন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।