পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকারের সিদ্ধান্তে মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে,বিপন্ন হচ্ছে,জনদূর্ভোগ সৃস্টি হচ্ছে, ব্যবসা বানিজ্য ধ্বংস হচ্ছে। এই সরকার জনবান্ধব নয়,ব্যাবসা বান্ধব নয়।
তিনি বলেন, এতদিন বলে এসেছে বিদ্যুৎ উৎপাদন চাহিদার চেয়েও বেশী হচ্ছে, প্রায় ৬০ ভাগ বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে বছরে জনগণের ট্যাক্সের নয় হাজার কোটি টাকা দলীয় ব্যাবসায়ী গোষ্ঠীকে দিয়ে , বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধি করে প্রতিবাদের জবাবে বলেছে, জনগণের ক্রয় ক্ষমতা বেড়েছে, দাম বাড়লেও অসুবিধা নেই, জনগণ সাচ্ছন্দে থাকবে।এখন জ্বালানীর মল্যবৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানীর সাশ্রয়ের অজুহাত তুলে দোকান,মার্কেট,কাঁচাবাজার,শপিংমল রাত ৮ টার পর বন্ধ ঘোষণা করা হলো। সারাদিন প্রায় ক্রেতাশূন্য থাকে মার্কেট-বাজার। সন্ধ্যার পর যা বেচা-কেনা হয়।
রোববার (১৯ জুন) ময়মনসিংহের হালুয়াঘাটে দলীয় কার্যালয়ে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রিন্স বলেন, সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় মানুষ যখন চরম বিপদে,নিত্যপণ্যের লাগামহীন উর্দ্ধগতিতে ঘরে ঘরে বোবা কান্না, জনদূর্ভোগ নিরসনে সরকারের কোনও উদ্যোগ নেই। সরকার নিজেদের ব্যর্থতা, দুঃশাসন আড়াল করতে সেতু উদ্বোধনের নামে কোটি কোটি টাকা অপচয় করে উৎসব আয়োজনে ব্যাস্ত। তিনি অবিলম্বে উৎসব আয়োজন বন্ধ করে বানভাসী মানুষে উদ্ধার,বিনামূল্যে খাদ্য ও আশ্রয় প্রদান এবং পর্যাপ্ত ভর্তুকি দিয়ে নিত্যপণ্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি জানান। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই আওয়ামী লীগ সরকার চরম দুর্দিনে জনগণের পাশে না থেকে উৎসবে মাতোয়ারা। এসব করে তারা প্রকারান্তরে জনগণের সাথে উপহাস করছে।
মতবিনিময় সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির নব গঠিত কমিটির সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী,অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আবু হাসনাত বদরুল কবীর, আনিসুর রহমান মানিক, ফরহাদ রাব্বানী সুমন, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সহ সভাপতি আবুল আজিজ খান, আবুল কাশেম ডলার, যুগ্ম সম্পাদক আবদুল মালেক, সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম,ময়মনসিংহ উত্তর জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান আসিফ, শ্রমিক দলের ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্মেলন আবদুল গণি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ইমরান হোসাইন, সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন খান, সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দুলাল,ধোবাউড়া উপজেলা সদস্য সচিব কামরুল হাসান সুমন, মহিলা দলের সাবেক সহ সভাপতি হোসনে আরা নীলু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম ময়না, হালুয়াঘাট উপজেলা ছাত্র দলের হালুয়াঘাট উপজেলা আহ্বায়ক নাইমুর আরেফিন পাপন,পৌর সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, ধোবাউড়া উপজেলা আহ্বায়ক জালাল উদ্দীন, সদস্য সচিব আমিনুল হক পলাশ,কৃষক দলের ধোবাউড়া উপজেলা আহ্বায়ক নয়ন মন্ডল, হালুয়াঘাট উপজেলা সভাপতি আনোয়ার হোসেন, তাঁতী দলের হালুয়াঘাট উপজেলা আহ্বায়ক আকিকুল ইসলাম, সদস্য সচিব আলী আজগর, ধোবাউড়া উপজেলা আহ্বায়ক ওসমান গনি, সদস্য সচিব হাসান শাহ্, মৎস্যজীবী দলের হালুয়াঘাট উপজেলা আহ্বায়ক মোশাররফ হোসেন, ধোবাউড়া উপজেলা ওলামা দল নেতা মাওলানা ওবায়দুল ইসলাম,মাওলানা হাবিবুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ
এর আগে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী যুবদল,তাঁতী দলের উদ্যোগে দোয়া ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ এবং জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা.জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও দূঃস্থ মহিলাদের মাঝে শাড়ী বিতরণ করা হয়। এসব কর্মসূচিতেও বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।