প্রশ্ন : বিদেশ থেকে দেশে ফিরলে মুসাফির থাকা প্রসঙ্গে।
প্রশ্নের বিবরণ : আমি ২৩ বছর হল অষ্ট্রেলিয়া থাকি এবং বলতে গেলে এটাই এখন আমার পারমানেন্ট ঠিকানা। দেশে যাওয়া হয় খুব কম, তবে যখন যাই
প্রশ্নের বিবরণ : আমার পুত্র সন্তানের ডাকনাম মোহাম্মদ রাখতে চাচ্ছি। এছাড়াও পূর্ণ নাম আরহাম মোহাম্মদ খাঁন রাখার সিদ্ধান্ত নিয়েছি। নামের আগে মোহাম্মদ লিখলে কেউ এটাকে ডাকনাম হিসেবে ধরেনা তাই পূর্ণ নামের ক্ষেত্রে মোহাম্মদ মধ্যে রাখা যাবে কিনা? এ ব্যাপারে আপনার মতামত জানতে চাচ্ছি। এভাবে ডাকনাম এবং পূর্ণ নাম রাখা যাবে কিনা?
উত্তর : যেভাবে বলেছেন, এভাবেও রাখা যায়। নামের আগেও রাখা যায়। ডাকনাম হিসাবেও রাখা যায়। আসল নাম হিসাবেও রাখা যায়। তবে, উন্নতমানের ইসলামী পরিবেশ ছাড়া মোহাম্মাদ নামটি ডাকনাম হিসাবে না রাখা অধিক উত্তম। কারণ, মানুষ বুঝতে না পেরে এই নামটিকে বিকৃত বা সন্তানটির বিষয়ে বিরূপ মন্তব্য করার সময় ‘মোহাম্মাদ’ নামটিকে অসম্মান করতে পারে। পারিপার্শ্বিক সমাজ ও পরিবেশ উন্নত না হলে এই পবিত্র ও মহান নামটি ডাকনাম হিসাবে না রাখা অনেক ভালো। যদিও শরীয়তে মোহাম্মাদ নাম রাখা নিষিদ্ধ নয়। তবে, আমাদের সমাজে এই নামের ব্যবহারিক অবমূল্যায়নের সম্ভাবনা বেশী থাকায় আদবের খেলাফ মনে করা যেতে পারে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
[email protected]
ইসলামিক প্রশ্নোত্তর বিভাগে প্রশ্ন পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।