Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আইনজীবীদের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

কৃতকার্য ১০ হাজার ২৫৭ জন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২২, ১২:০০ এএম

আইনজীবী তারিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল গত শুক্রবার ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করে। প্রকাশিত ফলাফল অনুযায়ী এবার ১০ হাজার ২৫৭ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। এবারের পরীক্ষায় অংশ নেন ৪০ হাজার ৬৯৫ জন শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফলাফলে ২৭ জনের ফল অপেক্ষমাণ রাখা হয়েছে।নির্ধারিত প্রক্রিয়া শেষে তাদের ফল প্রকাশ করবে কাউন্সিল। এমসিকিউতে কৃতকার্যদের এখন লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে অবতীর্ণ হতে হবে ভাইবা পরীক্ষায়। সব ক্যাটাগরির ফলাফলে উত্তীর্ণ হলেই কেবল তারা আইনজীবী হিসেবে সনদ নিয়ে নিজ নিজ বারে (আইনজীবী সমিতিতে)প্রাকটিস করতে পারবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ