Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২২, ১২:০০ এএম

পরিবেশ বিধ্বংসী পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন করেছে ‘সেইভ ফিউচার বাংলাদেশ’ নামের একটি সংগঠন। জাতীয় সংসদ ভবনের সামনে গতকাল এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তবে কর্মসূচি শুরুর কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তারক্ষীরা সংসদ ভবনের সামনে থেকে মানববন্ধনকারীদের সরিয়ে দেন। এরপর তারা সংসদ ভবনের উল্টো পাশে রাস্তায় দাঁড়িয়ে আরো কিছুক্ষণ মানববন্ধন কার্যμম চালিয়ে যান। সেইভ ফিউচার বাংলাদেশের প্রধান সমন্বয়ক নয়ন সরকার বলেন, দেশের শহর থেকে গ্রামাঞ্চল খাল, বিল-ঝিল, জলাশয়, নদী-নালা, সাগর, বনাঞ্চল ও পাহাড় এবং পর্যটনকেন্দ্র এমন কোনো জায়গা নেই যেখানে পলিথিন ও প্লাস্টিকের দূষণ নেই। এসব বর্জ্য কিন্তু পোড়ানোও হচ্ছে। এসবের দূষণের ফলে জীববৈচিত্র ও জলবায়ুর ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ