Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হারানো গৌরব ফেরাতে চান সবাই

ই-ক্যাব নির্বাচন আজ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২২, ১২:০০ এএম

ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) কার্যনির্বাহী কমিটির নির্বাচন আজ শনিবার। দুই বছরের জন্য ই-কমার্স খাতের নেতৃত্ব দিতে অগ্রগামী, দ্য চেঞ্জ মেকারস ও ঐক্য নামে তিনটি প্যানেলে ২৭ জনসহ মোট ৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ই-ক্যাবের ৭৯৫ ভোটারের ভোট পেতে প্রার্থীরা লড়বেন ৯টি পদের বিপরীতে।
গত বছর বিতর্কিত কিছু ই-কমার্স প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে খাতটিতে যে আস্থার সঙ্কট সৃষ্টি হয়েছে তা থেকে উত্তরণ, ই-কমার্সের উনড়বয়ন, উদ্যোক্তাদের প্রতিবন্ধকতা দূর করা, স্থায়ী কার্যালয় স্থাপন ও নতুন উদ্যোক্তা তৈরিতে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। তবে সব প্যানেলেরই লক্ষ্য ই-কমার্স-বান্ধব পরিবেশ তৈরি ও ই-কমার্সে আস্থার সংকট দূর করা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ