Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মাদারীপুরে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে : | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২২, ১২:০১ এএম

আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে এবং মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটে প্রধানমন্ত্রীর জনসভা সফল করা লক্ষে মাদারীপুর জেলা প্রশাসন গতকাল শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করেছে। জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, এডিসি (সার্বিক) শিমুল কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) ঝোটন চন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা মো. রিয়াদুল ইসলামসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন সকালে পদ্মা সেতু উদ্বোধন করবেন এবং মাদারীপুরের বাংলাবাজার ঘাটে বিশাল এক জনসভায় বক্তব্য রাখবেন। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ২৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ছয় দিনের জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে মাদারীপুর জেলা প্রশাসন। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের খ্যাতিনামা শিল্পীরা অংশগ্রহণ করবেন। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের ফলে মাদারীপুর জেলার মানুষ বেশি উপকৃত হবে। জেলার অর্থনৈতিক সমৃদ্ধি অনেক বৃদ্ধি পাবে। বড় বড় কলকারখানা প্রতিষ্ঠিত হবে। পদ্মা সেতুকে ঘিরে জেলার শিবচর উপজেলায় বড় বড় উন্নয়ন প্রকল্প বায়স্তবায়ন করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ