পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রামে এক রাতে তিনটি খুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে পৃথক এসব ঘটনায় নির্বাচন পরবর্তী সহিংসতায় কর্ণফুলী এলাকায় দলীয় প্রতিপক্ষের হাতে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা, নগরীর আগ্রাবাদে মাদক ব্যবসা নিয়ে বিরোধে এক যুবক এবং বায়েজিদ এলাকায় পারিবারিক কলহে এক গৃহবধূ খুন হয়েছেন। কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৭ নম্বর ইছানগর ওয়ার্ডে ছুরিকাঘাতে খুন হন রমজান আলী (৩৫)। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পাঠাগার সম্পাদক ছিলেন।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, নির্বাচনী বিরোধের জেরে রমজানকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। রমজানের পক্ষের লোকজনের দাবি, তিনি নির্বাচনে ওয়ার্ড সদস্য পদে ইসহাক নামে একজনের পক্ষে কাজ করেছিলেন। ইসহাক নির্বাচনে পরাজিত হয়েছেন। জয়ী প্রার্থী সাইদুল হকের সমর্থকরা রমজানকে ছুরিকাঘাত করেছে বলে তার পক্ষের লোকজন অভিযোগ করেছে। দুই পক্ষের দাবি পুলিশ খতিয়ে দেখছে বলে ওসি জানান।
এদিকে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পেছনে রাহাত আমিন রাব্বি (২০) নামে এক যুবক খুন হন। তিনি নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি সাহেবপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, এলাকায় আধিপত্য ও মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নগর পুলিশের উপ কমিশনার (পশ্চিম) মো. আব্দুল ওয়ারীশ খান বলেন, রাত সাড়ে ১০টার দিকে রাব্বির ওপর হামলা হয়। তার বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পেছনে ফেলে রাখে হামলাকারীরা।
তারা চলে যাওয়ার পর স্থানীয়রা রাব্বিকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে রাব্বির সঙ্গে হামলাকারীদের পূর্ব বিরোধ ছিল। এলাকায় আধিপত্য বিস্তার নিয়েই মূল বিরোধ। এরপর মাদক ব্যবসার একটা বিষয়ও শুনেছি।
অপর দিকে নগরীর বায়েজিদ থানা এলাকা থেকে শাহানা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে কুলগাঁও মাইজপাড়ার মঞ্জুর কলোনিতে এই ঘটনা ঘটে। শাহানা আক্তার ফেনীর সোনাগাজী থানার চর সাহাভিকারি এলাকার নূর নবীর স্ত্রী। তারা কুলগাঁও মাইজপাড়ার মঞ্জুর কলোনিতে বসবাস করতেন। থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, কলোনির ১৫ নম্বর রুম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী নূর নবীকে আটক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।