Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে বিজিবি-বিজিপির বৈঠক চলছে

কক্সবাজার অফিস | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৬, ২:০৭ পিএম

স্পর্শকাতর সীমান্ত পরিস্থিতির মধ্যে কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আঞ্চলিক কমান্ডার পর্যায়ে বৈঠক শুরু হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টায় কক্সবাজারের লাবণী পয়েন্টে বিজিবি রেস্ট হাউজে এ বৈঠক শুরু হয়।

দুই দেশের সীমান্ত স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে এ বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে মিয়ানমারের রাখাইন প্রদেশের বর্তমান রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে কিনা, এখনই বলতে চাননি বিজিবির কর্মকর্তারা।

বিজিবি দক্ষিণ-পূর্ব অঞ্চলের (চট্টগ্রাম) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসান জানান, এটি একটি পরিচিতিমূলক বৈঠক। রোহিঙ্গা ইস্যুতে আলোচনার বিষয়টি মিয়ানমারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর নির্ভর করবে।

তিনি আরও জানান, মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার সন লুইন গত মাসে মিয়ানমারের মংডু অঞ্চলের দায়িত্ব নিয়েছেন। এরপর বিজিবির পক্ষ থেকে তাকে পরিচিতিমূলক একটি বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে আজকের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ