পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বর্তমান বিশ্বে চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ, যুক্তরাষ্ট্রকেন্দ্রিক কোয়াড এবং ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক গঠিত হচ্ছে। এই জোটগুলো থেকে দৃঢ় অর্থনৈতিক সম্ভাবনা আশা করে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘পরিবর্তিত বিশ্ব ব্যবস্থা : বাংলাদেশের জাতীয় স্বার্থ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটি বৈশ্বিক ব্যবস্থা গঠিত হয়েছিল জানিয়ে আব্দুল মোমেন বলেন, করোনা এবং ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশে জটিলতা তৈরি হচ্ছে। আমাদের চারপাশের বিশ্ব এ অবস্থার মধ্য দিয়ে দ্রæত এগিয়ে যাচ্ছে। তিনি জানান, ক্রমবর্ধমান বহুমুখিতা বাংলাদেশের জন্য কিছু সুবিধা বয়ে আনছে। বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রেখেছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক ও বহুপক্ষীয় সম্পর্ক মজবুত করতে ও রাষ্ট্রগুলোতে উদীয়মান প্রতিযোগিতামূলক বিভাজনের ঝুঁকি কমাতে বাংলাদেশ তার প্রতিবেশী এবং বিশ্বের পরাশক্তিধর রাষ্ট্রগুলোর সঙ্গে ভালো সম্পর্ক অব্যাহত রাখবে।
ড. মোমেন বলেন, বিশ্বে বিভিন্ন জোট ও ফোরাম গঠিত হচ্ছে। তবে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সুনির্দিষ্টভাবে অর্থনৈতিক লাভের পরিপ্রেক্ষিতে আমরা এসব জোট ও ফোরামে সম্পৃক্ত হবো। যেসব দেশ কারো ক্ষতি চায় না, যাদের কোনো আক্রমণাত্মক এজেন্ডা নেই, এমন প্রতিটি দেশের সঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ।
ড. মোমেন বলেন, বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে এখন উন্নয়নের অগ্রযাত্রায় ধাবিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোভিড-১৯ ও ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্বের অনেক দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ব একটি নতুন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে চলেছে। আমরাও সেই চ্যালেঞ্জের বাইরে নই। তিনি বলেন, আগামী এক সপ্তাহ পরেই পদ্মা সেতুর উদ্বোধন হবে। পাহাড়সম চ্যালেঞ্জ মোকাবিলা ও অনেক বাধা-বিপত্তি কাটিয়ে এ সেতু আমরা গড়তে সক্ষম হয়েছি।
সেমিনারে সভাপতিত্ব করেন বিআইআইএসএসের চেয়ারম্যান রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন। এতে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাকসুদুর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।