Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমানের হজ টিকিট নিয়ে সিন্ডিকেটের দৌরাত্ম্য বাড়ছে

আটাবের নিস্ক্রীয়তায় টিকিটে কৃত্রিম সঙ্কট

শামসুল ইসলাম : | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২২, ১২:০০ এএম

বিমানের হজ টিকিট নিয়ে সিন্ডিকেটের দৌরাত্ম বাড়ছে। বিমানের এক শ্রেণির অসাধু কর্মকর্তার যোগসাজাসে হজযাত্রীদের টিকিট নিয়ে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করার অভিযোগ উঠছে। এক মাস আগেও হজযাত্রীদের টিকিটের বুকিং দিয়ে হজ টিকিট পাওয়া যাচ্ছে না। অসাধু কর্মকর্তারা অনেক হজ এজেন্সির অনুকূলে হজ টিকিট ইস্যু না করে শুধু দিনের পর দিন ঘুরাচ্ছে। শুধু বলা হচ্ছে কাল আসেন পরশু আসেন টিকিট হয়ে যাবে। হাবের ইসি আবু তাহের ৯৮ জন হজযাত্রীর টিকিটের জন্য গত এক মাস ধরে বিমান অফিসে ধরণা দিয়েও টিকিট পাচ্ছে না। বুধবার রাত ২টায় তাকে বিমান অফিসে যেতে বলা হয় টিকিটের জন্য। সারা রাত বিমান অফিসে কাটিও হজযাত্রীদের টিকিট পায়নি বলে জানা গেছে।
হাব সভাপতি এম শাহাদাত হোসেন তসলিমও সুপারিশ করেও তার টিকিট ইস্যু করা সম্ভব হয়নি। আটাবের নিষ্কৃয়তায় বিমানের হজ টিকিট নিয়ে সিন্ডিকেট চক্রের দৌরাত্ম্য বাড়ছে বলে আটাবের সাবেক মহাসচিব মাজহারুল হক অভিযোগ তুলছেন। তিনি বলেন, হজ টিকিট নিয়ে কোনো সিন্ডিকেটকে আশ্রয় দেয়া হবে না বলে বর্তমান আটাব ক্ষমতায় এসেছে। কিন্ত বিমানের হজ টিকিট নিয়ে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে আবার সিন্ডিকেটের অপৎতপরতা শুরু হয়েছে। এ ব্যাপারে আটাবের নেতারা নীরব দর্শকের ভ’মিকা পালন করছে। আটাবের একজন উপদেষ্টা মদিনা স্টার ট্যুরস এন্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক গত এক মাস আগে ২৪০জন হজযাত্রীর টিকিটের জন্য আগামী ২২ অথবা ২৩ জুন বুকিং দিলেও তাকে টিকিট দেয়ার প্রতিশ্রুতি দিয়েও গতকাল পর্যন্ত টিকিট দেয়া হয়নি। হাব মহাসচিব ফারুক আহমদ সরদার গতকাল ইনকিলাবকে জানান, বিমান হজ টিকিট নিয়ে নানা হয়রানির সৃষ্টি করছে। তিনি বলেন, হাবের পক্ষ থেকে গত ১৪ জুন বিমানকে চিঠি দিয়েছে কি পরিমাণ হজযাত্রীর আসন আছে তা’ জানানোর জন্য কিন্ত গতকাল পর্যন্ত বিমান তা’ জানায়নি। সাউদিয়া ও ফ্লাইনাস হজযাত্রীর আসনের ক্যাপাসিটি হাবকে জানিয়ে দিয়েছে বলেও হাব মহাসচিব উল্লেখ করেন।
অভিযোগ উঠছে তার হজযাত্রীর টিকিট কালোবাজারে বিক্রি হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার মানিক মতিঝিলস্থ বিমান অফিসে গভীর রাত পর্যন্ত ধরণা দিয়েও কোনো টিকিট পাননি। বিমান অফিসের জিএম মার্কেটিং আশরাফের সাথে যোগাযোগ করতে গেলে তিনি দেখা দেননি বলে জানা গেছে। বিমান অফিসে হজ এজেন্সির মালিকরা হজ টিকিটের জন্য রীতিমত কান্নাকাটি করেও টিকিট জুটছে না। একটি অসমর্থিত সূত্র জানায়, যারাই সিন্ডিকেট চক্রের মাধ্যমে বকশিস দিতে রাজি হচ্ছে তাদের ভাগ্যেই দ্রুত হজ টিকিট মিলছে। কোবা এয়ার ট্রাভেলসের একজন কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার অভিযোগ করেন, সাউদিয়া এয়ারলাইন্সে দীর্ঘ এক মাস আগে হজযাত্রীদের টিকিটের জন্য বুকিং দিয়েও টিকিট পাওয়া যায়নি। পরে নিরুপায় হয়ে বাকা পথে অতিরিক্ত টাকা দিয়ে হজ টিকিট সংগ্রহ করতে হয়েছে। এদিকে, যেসব হজ এজেন্সির যাত্রীদের এখনো টিকিট পাওয়া যাচ্ছে না তারা চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন। এছাড়া মক্কা মদিনায় কম টাকায় বাড়ী ভাড়া করার জন্য এখনো বেশ কিছ এজেন্সির মালিক বিমানের টিকিট কিনছে না। এতে শেষ পর্যায়ে হজযাত্রী পরিবহনে বিপর্যয় দেখা দিতে পারে। বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক ও মোস্তফা এয়ার ট্রাভেলসের স্বত্বাধিকারী আবুদাউদ ফয়সাল এ অভিমত ব্যক্ত করেছেন। তিনি বিমানের হজ টিকিট কোনো সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি না করে সরাসরি হজ এজেন্সির কাছে বিক্রির অনুরোধ জানান। বিমানের হজ টিকিট সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি হচ্ছে এবং টিকিট নিয়ে দুর্নীতি অনিয় হচ্ছে এমন প্রশ্নের জবাবে রাতে বিমানের জিএম আশরাফ ইনকিলাবকে বলেন, বিমানের ক্যাপাসিটি শেষ হয়ে গেছে। আর এসব অভিযোগের উত্তর আমি দিতে পারবো না উর্ধ্বতন কর্মকর্তারা দিবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ