Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহবাগে ট্রাকের ধাক্কায় আহত ৩

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২২, ১২:০১ এএম

রাজধানীর শাহবাগে হাইকোর্ট মাজারের সামনে চার রাস্তার মোড়ে বালুবাহী ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেলে আরোহী গুরুত্বর আহত হয়েছেন। তারা হলেন-মাকসুমুল কাইয়ুম রয়েল ও তার স্কুলপড়ুয়া দুই শিশু সন্তান। গতকাল বুধবার সকালে এ দুঘটনা ঘটে। আহতদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ট্টাকটি শনাক্ত বা চালককে গ্রেফতার করতে পারেনি।

শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার ইনকিলাবকে বলেন, সকালে হাইকোর্ট মাজার গেটের সামনে চৌরাস্তায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থাকা মাকসুমুল কাইয়ুম রয়েল ও তার দুই শিশুসন্তানসহ রাফা (১১) তানভীর (১০) আহত হয়। পরে তাদের তিনজনকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী রাফার অবস্থা বেশি গুরুতর।

একই স্কুলের ছাত্র তার ছোট ভাই তানভীর সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে।
তিনি আরো জানান, সকালে তার বাবা তাদের বর্তমান ঠিকানা যাত্রাবাড়ী বিবির বাগিচা থেকে মোটরসাইকেলে করে তার দুইশিশু সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। পালিয়ে যাওয়া বালুবাহী ট্রাককে শনাক্তের চেষ্টা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ