Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বায়তুশ শরফ আমাদের গর্ব কক্সবাজারে শিক্ষা উপমন্ত্রী

কক্সবাজার ব্যুরো : | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২২, ১২:০১ এএম

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বায়তুশ শরফের সুনাম শুধু কক্সবাজারে নয়। এর সুনাম সারা বাংলাদেশে রয়েছে। বায়তুশ শরফ এর মরহুম পীর সাহেব শাহ আব্দুল জব্বার এর সাথে তাঁর বাবা মুহিউদ্দিন চৌধুরী এক সাথে বাগদাদ শরীফ সফর করেছিলেন বলে জানিয়ে তিনি বলেন, বায়তুশ শরফ আমাদের গর্ব। বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমিকে উচ্চ মাধ্যমিকে উন্নিতকরণ, ভবন সমস্যা, শ্রেণী শাখা, পাঠদানসহ এই প্রতিষ্ঠানের সব দাবি পুরণ করা হবে।

গতকাল বুধবার সকালে কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির মাঠে মন্ত্রীর সম্মানে আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষা উপমন্ত্রী বলেন, আমরা আশরাফুল মখলুকাত। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাম্প্রদায়িক বাংলাদেশের অনুসরণে বায়তুশ শরফ পরিচালিত হচ্ছে এটা খুশির খবর। বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থীদেরকে এই অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যেতে হবে। প্রধামন্ত্রী কক্সবাজারকে একটি আন্তর্জাতিক শহর হিসেবে গড়ে তুলতে অনেক উন্নয়ন। একাডেমিক শিক্ষার পাশাপাশি যেকোন ধরণের যোগ্যতা অর্জন করার উপর তিনি শিক্ষার্থীদের তাগিদ দেন। এর আগে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সে পৌঁছালে শত শত শিক্ষার্থী এবং বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক আলহাজ্ব সিরাজুল ইসলাম কর্মকর্তাদের নিয়ে ফুলেল শুভেচ্ছাসহ মন্ত্রীকে স্বাগত জানান। এসময় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার সদরের এমপি সাইমুম সরওয়ার কমল, কানিজ ফাতেমা আহমদ এমপি, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ফরিদুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা এসএম কামাল উদ্দিন, জব্বারিয়া একাডেমির প্রধান মাষ্টার সৈয়দ করিম ও জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ