Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জ পৌরসভায় কর মেলায় সাড়ে ছয় লাখ টাকা আদায়

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : বগুড়ার শিবগঞ্জ পৌরসভার ছয় দিনের কর মেলা গতকাল মঙ্গলবার বিকেলে শেষ হয়েছে। এ ছয় দিনে কর আদায় হয়েছে সাড়ে ছয় লাখ টাকা। মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর প্রদানে অংশ নেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, ২০০৩ সালে ‘গ’ শ্রেণির এ পৌরসভা গঠন হয়। পৌরসভা প্রতিষ্ঠার পর আশানুরুপ কোনো কর আদায় হয়নি।
গত ১৩ বছরে এ পৌরসভায় চার হাজার ৫৩০ জন হোল্ডারে কাছে বকেয়া করের পরিমাণ দাঁড়ায় ৫০ লাখ ৭২ হাজার টাকা। এর মধ্যে সরকারি ২৪ প্রতিষ্ঠানের কাছে ১২ লাখ ৪০ হাজার, বেসরকারি পাঁচটি প্রতিষ্ঠানের কাছে ২ লাখ ৮২ হাজার এবং চার হাজার ৫০১ জন ব্যক্তির কাছে ৩৫ লাখ ৫০ হাজার টাকার কর বকেয়া পড়ে।
বকেয়া পৌর কর আদায়, সাধারণ মানুষের মাঝে জনসচেতনা বৃদ্ধি করে নিয়মিত পৌরকর পরিশোধের অভ্যাস গড়ে তোলার জন্য পৌর কর্তৃপক্ষ তিন দিনব্যাপী কর মেলার আয়োজন করে। ১৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। পরে জনগণের দাবি মুখে মেলা আরও দিন বাড়ানো হয়। গতকাল বৃহস্পতিবার কর মেলা শেষ হয়। এ ছয় দিনে শুধুমাত্র জনগণের কাছ থেকে পৌর কর আদায় হয়েছে সাড়ে ছয় লাখ টাকা।
এ প্রসঙ্গে মেয়র তৌহিদুর রহমান মানিক বলেন, মেলায় কর পরিশোধে শতকরা ২৫ ভাগ ছাড় দেয়া হয়। গত ছয় দিনের মেলায় সাড়ে ছয় লাখ টাকার বকেয়া কর আদায় হয়েছে। এটা বড় ধরনের সাফল্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ