পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের রাইট শেয়ার ছাড়ার অনুমোদন পেয়েছে। গতকাল মঙ্গলবার ৫৯০তম কমিশন সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠানটির রাইট শেয়ার ছাড়ার এ অনুমোদন দিয়েছে।
জানা গেছে, আইডিএলসির ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট বিনিয়োগকারীদের দেয়া হবে। রাইটের মাধ্যমে কোম্পানিটি ১২ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার ৫৯৩টি সাধারণ শেয়ার ২০ টাকা মূল্যে (১০ টাকা প্রিমিয়ামসহ) বাজার থেকে ২৫১ কোটি ৩৬ লাখ ৭১ হাজার ৮৬০ টাকা উত্তোলন করবে। এ অর্থ দিয়ে মূলধন ভিত্তি শক্তিশালীকরণ তথা পোর্টফোলিওতে ল্যান্ডিং বাড়বে।
২০১৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি এনএভি ৩০ টাকা ৯৭ পয়সা এবং শেয়ার প্রতি ইপিএস ৫ টাকা ৮১ পয়সা। রাইট শেয়ার ছাড়ার বিষয়ে ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে কাজ করছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।