পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল ১৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এক কোটি পরিবারের কাছে ভর্তুকি দামে সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে ১৫ হাজার মেট্রিক টন চিনি সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয় সরবরাহকারীদের কাছ থেকে এই চিনি সংগ্রহ করতে ব্যয় হবে ১২৩ কোটি ৫ লাখ ৭৫ হাজার টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এরই মধ্যে ১৮ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহ করা হয়েছে। এর পাশাপাশি চিনি ও সয়াবিন তেল সংগ্রহ করা হবে। রাষ্ট্রীয় সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে ভর্তুকি দামে এইসব পণ্য ঈদের আগেই বিতরণ করা হবে।
গত ১২ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ঈদ উপলক্ষে এক কোটি পরিবারের কাছে ভর্তুকি দামে সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রির সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর পরিকল্পনা ও কৌশল বাস্তবায়নের লক্ষ্যে সময় স্বল্পতার কারণে সরাসরি ক্রয় পদ্ধতিতে স্থানীয়ভাবে ১৫ হাজার মেট্রিক টন চিনি ক্রয় করা হবে।
এ অবস্থায় চিনি সরবরাহকারীদের কাছে প্রস্তাব আহŸান করা হলে দেশীয় সরবরাহকারী সংস্থা মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড ও সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে সাড়া পাওয়া যায়। সরকারি নির্দেশনায় মসুর ডাল ও চিনি ১ ও ২ কেজি করে প্যাকেটে বিক্রি করবে টিসিবি। এ বিষয়ে চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে ১ কেজির প্যাকেটে চিনি সরবরাহের অনুরোধ করা হয়। শুধু সিটি সুগার ইন্ডাস্ট্রিজ এবং মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড ১ হাজার মেট্রিক টন করে মোট ২ হাজার মেট্রিক টন চিনি ১ কেজির প্যাকেট সরবরাহে সম্মত হয়েছে। মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড থেকে ১ কেজির প্যাকেটের দাম পড়বে ৮৭ টাকা এবং ৫০ কেজির বস্তার প্রতি কেজি চিনি দাম পড়বে ৮৩ টাকা। অন্যদিকে সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ১ কেজির প্রতি প্যাকেটের দাম পড়বে ৮৭.৭৮ টাকা এবং ৫০ কেজির বস্তার প্রতি কেজির দাম পড়বে ৮৩.৬৭ টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।