পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজধানীর গুলিস্তান এলাকায় ফুটপাতের দোকান উচ্ছেদের সময় অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছোড়া আলোচিত সেই দুই ছাত্রলীগ নেতাকে জামিন দিয়েছে সিএমএম আদালত। গত বৃহস্পতিবার অতি গোপনে তারা ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। ওইদিন ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট খুরশীদ আলম তিন হাজার টাকার মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন। ঘটনাটি এতোদিন গোপন থাকলেও গতকাল মঙ্গলবার জামিনের বিষয়টি আদালত অঙ্গনে জানাজানি হয়ে যায়।
জামিনপ্রাপ্ত ওই আসামি হলেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের (বর্তমানে বহিষ্কৃত) সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারি থানা ছাত্রলীগের (বর্তমানে বহিষ্কৃত) সাধারণ সম্পাদক আশিকুর রহমান।
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ গত ২৭ অক্টোবর গুলিস্তানের ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে যায়। এ সময় ডিএসসিসির কর্মচারী ও একদল যুবকের সঙ্গে ওই এলাকার হকারদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের এক পর্যায়ে আসামি সাব্বির হোসেন ও আশিকুর রহমানকে আগ্নেয়াস্ত্র থেকে ফাঁকা গুলিবর্ষণ করতে দেখা যায়।
গুলি বর্ষণের ওই ছবি মিডিয়ায় প্রকাশ হওয়ার পর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি দুজনকেই বহিষ্কার করে। গ্রেফতারের ভয়ে এরা দুইজনই গা-ঢাকা দেয়।
ওই ঘটনায় এসআই মোহাম্মদ মান্নান শাহবাগ থানায় ছাত্রলীগের দুই নেতা সাব্বির হোসেন ও আশিকুর রহমানসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে দ-বিধির ১৪৭/১৪৮/১৪৯/৩২৬/৩০৭ ধারায় একটি মামলা করেন। অস্ত্রের কোনো লাইসেন্স ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাদের নামে নেয়া না হলেও অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি।
স্টামফোর্ড ইউনিভার্সিটির ধানমন্ডি ক্যাম্পাসের আইন বিভাগের ছাত্র সাব্বির হোসেন সপরিবারে পুরান ঢাকার সিদ্দিকবাজারে থাকেন। একই প্রতিষ্ঠানের ছাত্র আশিকুরের বাসা ওয়ারির র্যাঙ্কিন স্ট্রিটে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকী বলেছেন, তাদের জামিনের বিষয়টি আমাদের জানা নেই। এর আগে শাহবাগ থানা পুলিশ জানিয়েছিল, তাদেরকে খুঁজে পাচ্ছি না। তাদেরকে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।