Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিডিবি-আরইবি’র অপারেশন একই এলাকায় নয়

একনেক সভায় প্রধানমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অপারেশন একই এলাকায় না থাকাই ভালো বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পিডিবি এবং আরইবি একই এলাকায় থাকাটা সাংঘর্ষিক। এছাড়া নানা ধরনের সমস্যাও হয়। তবে যদি থাকে তবে বিদ্যুতের দাম যৌক্তিকভাবে নির্ধারণ করতে হবে।
গতকাল মঙ্গলবার শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধানমন্ত্রীর এ মন্তব্যের কথা জানান। সভা শেষে পরিকল্পনামন্ত্রী জানান, দেশের আট বিভাগের সাড়ে ৯ লাখ নতুন গ্রাহক বিদ্যুৎ সুবিধার আওতায় আসছে। এ জন্য আলাদা দু’টি প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রকল্পের মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার চ্যালেঞ্জ বাস্তবায়নে সরকার আরো এক ধাপ এগিয়ে গেল বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি জানান, সভায় ২২ হাজার ৮৭৬ কোটি ৩১ লাখ টাকার প্রাক্কলিত ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প  অনুমোদন দেয়া হয়েছে। ‘বিতরণ ব্যবস্থার ক্ষমতাবর্ধন, পুনর্বাসন ও নিবিড়করণ (ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ)’ শীর্ষক প্রকল্প অনুমোদন দেয়া হয়। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় হবে ৩ হাজার ৪০৩ দশমিক ৮৩ (৩৪০৩.৮৩) কোটি টাকা। এর মধ্যে জিওবি ১ হাজার ৩৫৫ দশমিক ৫৭ (১৩৫৫.৫৭) কোটি টাকা সংস্থার, নিজস্ব তহবিল ৪ দশমিক ২৭ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ২ হাজার ৪৩ দশমিক ৯৯ (২০৪৩.৯৯) কোটি টাকা। প্রকল্প সাহায্য প্রদানকারী সংস্থা এডিবি। একইসঙ্গে, ‘বিতরণ ব্যবস্থার ক্ষমতাবর্ধন, পুনর্বাসন ও নিবিড়করণ (রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগ)’ শীর্ষক প্রকল্পও অনুমোদন পেয়েছে। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৩ হাজার ৭৭ দশমিক ৫৪ (৩০৭৭.৫৪) কোটি টাকা। এর মধ্যে জিওবি ১ হাজার ২০১ দশমিক ৭৭ (১২০১.৭৭) কোটি টাকা সংস্থার নিজস্ব তহবিল ৪ দশমিক ২৭ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ১ হাজার ৮৭১ দশমিক ৫০ (১৮৭১.৫০) কোটি টাকা।
মুস্তফা কামাল বলেন, সরকার দেশের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে যুগান্তকারী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। ইতোমধ্যে দেশের শতকরা ৭৮ ভাগ জনগোষ্ঠী বিদ্যুতের আওতায় এসেছে। তিনি আরো বলেন, ২০২১ সালের মধ্যে দেশের সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। এ ধারা অব্যাহত থাকলে ২০১৯ সালের মধ্যেই সরকার দেশের শতভাগ জনগোষ্ঠীকে বিদ্যুতের আওতায় আনতে সক্ষম হবে।
একনেক সভায় অনুমোদিত প্রকল্পসমূহ হলো-‘পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেনদেনিং প্রজেক্ট আন্ডার পিজিসিবি’ প্রকল্প। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১৩৭০৩.৩১ কোটি টাকা। এর মধ্যে জিওবি ৩৭২৯.২৫ কোটি টাকা, সংস্থার নিজস্ব তহবিল ২৬৬.৪৪ কোটি এবং প্রকল্প সাহায্য ৯৭০৭.৬২ কোটি টাকা। ‘গ্যাস ট্রান্সমিশন ক্যাপাসিটি এক্সপানশন-আশুগঞ্জ টু বাখরাবাদ (২য় সংশোধিত)’ প্রকল্প। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৫১৩.৪৬ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। ‘মুরাদপুর ২নং গেট ও জিইসি ফ্লাইওভার নির্মাণ (২য় সংশোধিত)’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৬৯৬.৩৪ কোটি টাকা। এর মধ্যে জিওবি ৬৭১.৩৪ কোটি এবং সংস্থার নিজস্ব তহবিল ২৫.০০ কোটি টাকা। ‘ঢাকার গুলশান, ধানমন্ডি ও মোহাম্মদপুরে ২০টি পরিত্যক্ত বাড়িতে ৩৯৮টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্প। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৩৬৬.৫৪ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। ‘টঙ্গী-কালিগঞ্জ-ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক মহাসড়কের (আর-৩০১) শহীদ ময়েজউদ্দিন সেতু হতে পাঁচদোনা পর্যন্ত অংশ জাতীয় মহাসড়ক মানে উন্নীতকরণ’। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৮২.৯৭ কোটি টাকা। যার পুরোটাই জিওবি।
এছাড়া ‘কক্সবাজার জেলার বাঁকখালী নদী বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন, সেচ ও ড্রেজিং প্রকল্প (১ম পর্যায়)’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২০৩.৯৩ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপারেশন সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিকরণ’ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২০০.৩০ কোটি টাকা। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে সভায় একনেক সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং সচিবরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ