পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ময়মনসিংহ নগরীতে সহপাঠীর ছুরিকাঘাতে রাশেদুজ্জামান লিযন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০ টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত লিয়ন স্থানীয় কেওয়াটখালী রেলওয়ে উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। সে মালয়েশিয়া প্রবাসী আকতারুজ্জামানের পুত্র।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকাল সাড়ে ৯ টার দিকে প্রেমঘটিত কারণে তার সহপাঠীই তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়।
এ ঘটনায় জড়িত সাকিবুল হাসানকে সাকিবকে (১৭) বিকেল সাড়ে ৪ টার দিকে জেলার ত্রিশাল ঝিলকী গ্রাম থেকে আটক করা হয়েছে। এ সময় তার রক্তমাখা শার্টও উদ্ধার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, নাঈম ও সাকিব মিলে ছুরিকাঘাতে লিয়নকে খুন করে। কিলিং মিশনের পর পরই নাঈম পালিয়ে যায়। তাকে আটক করতেও পুলিশের অভিযান চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।