পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির শীর্ষ পর্যায়ের দুই নেতার অবমাননাকর মন্তব্যের ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনারকে তলব করে কড়া প্রতিবাদ জানানোর দাবি জানিয়েছেন বিএনপির এমপি হারুনুর রশীদ। এ ঘটনায় জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনারও দাবি জানান তিনি। গতকাল রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হারুনুর রশীদ এসব দাবি জানান।
হারুনুর রশীদ বলেন, আমাদের মহানবী (সা.) কে নিয়ে ভারতে যে কটূক্তি হয়েছে সারা পৃথিবীতে তার প্রতিবাদ হচ্ছে। বাংলাদেশেও হচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, আমরা একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত দেশ, সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। সার্কের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সরকারের পক্ষ থেকে এখনো এ ব্যাপারে কোনো প্রতিবাদ-প্রতিক্রিয়া দেখতে পাইনি।
তিনি বলেন, এ ব্যাপারে অবশ্যই সংসদে একটি নিন্দা প্রস্তাব আনতে হবে। যেহেতু এ অঞ্চলের শান্তি-শৃঙ্খলা-স্থিতিশীলতার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি অন্যতম শর্ত, যেহেতু সার্কে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আরও বলেন, কয়েক বছর ধরে ভারতে মুসলিমবিদ্বেষী কর্মকাণ্ড ভয়ানকভাবে বৃদ্ধি পেয়েছে। কিছুদিন আগে হিজাব বিতর্ক তৈরি করে আইন করে স্কুল-কলেজে হিজাব নিষিদ্ধ করা হয়েছে। মুসলিম ‘ল’ নিয়ে আইন করা হয়েছে। বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এসব মুসলমানের মধ্যে সাংঘাতিকভাবে নাড়া দিচ্ছে।
হারুনুর রশীদ বলেন, আমি মনে করি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসকে (হাইকমিশনার) তলব করা দরকার এবং আজ সারা মুসলিম বিশ্বে যে প্রতিবাদ হচ্ছে, আমাদের প্রতিবাদ হওয়া উচিত। নিন্দা প্রস্তাব আনা দরকার। ভারতীয় দূতাবাসকে তলব করে কড়া প্রতিবাদ জানানো দরকার।###
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।