পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভারতে পালিয়ে যাওয়ার পথে দুই সহযোগীসহ গ্রেফতার হয়েছেন ব্যবসায়ী হত্যা মামলার আসামি মো. ফয়সাল ইসলাম বাবু ওরফে পিস্তল বাবু। গতকাল রোববার নগরীর কোতোয়ালী থানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ কমিশনার (ডিসি) জসিম উদ্দীন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। বৃহস্পতিবার সকালে নগরীর কাজির দেউড়িতে ব্যবসায়ী ও ঠিকাদার মো. মঈনুদ্দিনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই মামলায় প্রধান আসামি পিস্তল বাবু। বাবু নগরীতে কিশোর গ্যাং লিডার হিসাবেও পরিচিত। তার অপর দুই সহযোগী হলেন- মো. সুমন মিয়া (২৯) ও মো. রুবেল (৩০)। তারা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার আগেই শনিবার তাদের গ্রেফতার করে পুলিশ।
উপ পুলিশ কমিশনার জসিম উদ্দীন বলেন, মঈনুদ্দিন ও তার ব্যবসায়িক পার্টনার ইয়াছমিন আক্তার টিনার কাছ থেকে পিস্তল বাবু ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকি দেয়। এর জের ধরে গত বৃহস্পতিবার ইয়াছমিন আক্তার দোকানের জন্য মালামাল আনার পর নগরীর কাজীর দেউড়িতে বাসার প্রবেশের সময় পিস্তল বাবু ফের ৫০ হাজার টাকা দাবি করে। তবে ইয়াছমিন চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করেন।
এ সময় পিস্তল বাবুসহ তার সহযোগিরা ঢাকা থেকে আনা থ্রি-পিচের কাপড় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে মোবারক হোসেন সজিব নামে এক ব্যক্তির বাম পায়ে টিপ ছোরা দিয়ে জখম করে। মঈনুদ্দীন বাধা দিলে তার দুই উরু ও বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঈনুদ্দিনের মৃত্যু হয়। পিস্তল বাবুর বিরুদ্ধে চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।